shono
Advertisement

‘ভাবতেই পারছি না…’, ‘গদর ২’র কথা বলতে গিয়েই কেঁদে ফেললেন সানি দেওল

বাঁধ মানল না সানি দেওলের চোখের জল!
Posted: 06:46 PM Sep 08, 2023Updated: 06:47 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ বছর পরও একটা সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে যে এতটা উন্মাদনা থাকতে পারে, সেটা সানি দেওলের কাছেও অবিশ্বাস্য ঠেকেছে! দেশে ইতিমধ্যেই ৫১০ কোটির ব্যবসা করে ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিয়েছে সানি দেওলের (Sunny Deol) ‘গদর ২’। আর সেই সাফল্যের কথা বলতে গিয়েই চোখের জল বাঁধ মানল না অভিনেতার।

Advertisement

সম্প্রতি ‘আপ কি আদালত’ শোয়ের হাজির হয়েছিলেন সানি দেওল। সেখানেই ভক্তদের ভালবাসায় আপ্লুত হওয়ার কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন ‘গদর ২’ (Gadar 2) অভিনেতা। বললেন, “আমি যা করেছি তাতে যেভাবে এই মানুষগুলো খুশি হচ্ছে, আমি তো দেখে ভাবতেই পারছি না যে আমি এর যোগ্য কিনা!”

সেই ভিডিওতেই দেখা গেল, ‘আপ কি আদালত’-এর সেটে সানি দেওল ঢোকা মাত্রই দর্শকরা হাততালি দিয়ে, সিটি বাজিয়ে উল্লাস প্রকাশ করল। তাঁদের মধ্য থেকে একজন বলেও উঠলেন, “২২ বছর আগে গোড়া থেকে পাম্প তুলে আছড়ে ফেলেছিলেন বলে আমাদের ওখানে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এবার ইলেকট্রিকের পোল উপড়ে নিয়েছেন বলে বিদ্যুৎই চলে গেছে।” অনুরাগীর এমন উত্তরের জবাবও দেন সানি দেওল। বলেন, “আসলে তারা সিং যখন নিজের পরিবারের কোনও বিপদে এগিয়ে আসে, তখন কেউ তাকে আটকাতে পারে না।”

[আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ, ‘পাঠান’কে ছাপিয়ে ১৫০ কোটির ক্লাবে ‘জওয়ান’]

প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টেক্কা দিতে না পারলেও সলমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সানি দেওলের ‘ঢায় কিলো কা হাত’!৫৭ বছর বয়সে কিং খান যেখানে অতিমারী উত্তরপর্বে ধুঁকতে থাকা বলিউডের ব্যবসার গ্রাফ ঘুরিয়ে দিয়েছেন, সেখানে নবীন প্রজন্মের হিরোদের বক্সঅফিসে রীতিমতো টেক্কা দিয়ে সিনেমা সুপারহিট করে দেখালেন ষাটোর্ধ্ব সানি দেওল।

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি দেওল। এরপর ২০০০ সালে তাঁর ‘গদর’ বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছিল। তবে ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে এর আগে ‘গদর ২’র মতো বড় হিট দিতে পারেননি সানি দেওল। এইপ্রথম তাঁর কোনও ছবি মাত্র ২ সপ্তাহেই ৩০০ কোটির উপর ব্যবসা করেছে। সেই প্রেক্ষিতে ‘গদর ২’ যে সানি দেওলের কেরিয়ারে একটা মাইলস্টোন হয়ে রইল, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘রেনবো জেলি’র সিক্যুয়েলে বিজ্ঞানীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement