shono
Advertisement

Breaking News

পরিবারের চাপে বিজয়ের গলাতেই মালা দিতে চলেছেন তামান্না! কবে বিয়ে?

তামান্না ও বিজয়ের ডেটিং পর্ব আপাতত শেষ।
Posted: 01:35 PM Nov 15, 2023Updated: 01:40 PM Nov 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্যা পাণ্ডে আর সিদ্ধার্থ রায় কাপুরের পরে, যাঁদের প্রেম গুঞ্জন এখন টক অফ টাউন, তাঁরা হলেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। রেস্তরাঁ থেকে ফিল্মি পার্টি। হাতে হাত রেখে এন্ট্রি নিচ্ছেন তামান্না ও বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিচ্ছেন তাঁরা। নিজেদের প্রেমকে কখনই গোপন রাখেননি বিজয় ও তামান্না। বরং, প্রকাশ্য়ে জানিয়েছেন তাঁরা ডেট করছেন। তবে নতুন খবর হল, তামান্না ও বিজয়ের ডেটিং পর্ব আপাতত শেষ। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, বিয়ের জন্য বাড়ি থেকে নাকি চাপ দেওয়া হচ্ছে তামান্নাকে। আর তাই খুব জলদিই বিজয়ের গলায় মালা দিতে চান তামান্না।

Advertisement

[আরও পড়ুন: ভালোবাসার ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাই-দাদাদের ফোঁটা দিলেন কোয়েল]

অন্যদিকে বিজয়ের ঘনিষ্ঠমহলের মতে, তামান্নাকে কিছুতেই হারাতে চান না বিজয়। আর তাই তো  অভিনেত্রীর অভিভাবকদের সঙ্গে দেখা করার প্ল্যান করছেন বিজয়। 

তা কবে বিয়ে?

শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুর দিকেই নাকি বিয়ে করছেন বিজয় ও তামান্না। সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, দেশের মধ্যে ছিমছাম বিয়ে করার প্ল্যান তামান্না ও বিজয়ের।

[আরও পড়ুন: সলমনের কথাই সার, ফের ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহে তাণ্ডব, ছাড়াল শালীনতার মাত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement