সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ১৯৮৪। ডিসেম্বর মাসের শীতের রাত। আচমকাই ছড়িয়ে পড়তে থাকে মিথাইল আইসোসায়ানেট। বাতাস হয়ে ওঠে বিষাক্ত। একের পর এক মানুষকে মৃত্যুর গহ্বরে ছুঁড়ে ফেলে দিতে থাকে এক অতিকায় হিংস্র জন্তুর মতো। ভোপাল গ্যাস লিকের সেই ভয়াবহ স্মৃতিই ফিরল ‘দ্য রেলওয়ে মেন’ (The Railway Men) সিরিজের টিজারে।
চার এপিসোডের এই সিরিজ তৈরি হয়েছে যশরাজ ফিল্মস আর নেটফ্লিক্সের যৌথ প্রযোজনায়। পরিচালক নবাগত শিব রাওয়াল। ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রেক্ষাপটে বাস্তবের হিরোদের গল্প বলেছেন শিব। তাতে রেলওয়ের জেনারেল ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন (R Madhavan)। আর স্টেশন মাস্টার হিসেবে দেখা যাচ্ছে কে কে মেননকে (Kay Kay Menon)।
[আরও পড়ুন: কীভাবে মৃত্যু ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির? অভিনেতার শেষ পোস্ট ঘিরে শোরগোল ]
এক মিনিট ২৩ সেকেন্ডের টিজার দেখে যা মনে হচ্ছে তাতে দুর্ঘটনার রাতে অসহায় মানুষকে উদ্ধারের ঘটনা দেখা যাবে চারটি এপিসোডে। আর মাধবন, কে কে মেনন ছাড়াও পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছেন ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু। আর লোকো পাইলটের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল।
‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর জন্য সদ্য জাতীয় পুরস্কার হাতে নিয়েছেন মাধবন। অভিনেতা আবার FTII-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার পর এটিই তাঁর প্রথম প্রজেক্ট হতে চলেছে। অন্যদিকে কে কে মেনন এবং দিব্যেন্দু বেশ দক্ষ অভিনেতা। ‘কলা’ সিনেমার মাধ্যমে বাবিলও এখন পরিচিত মুখ। ফলে নতুন এই সিরিজ নিয়ে দর্শকদের প্রত্যাশা বেশি। আগামী ১৮ নভেম্বর থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ‘দ্য রেলওয়ে মেন’।