shono
Advertisement

Breaking News

রুপোলি পর্দায় বড় চমক, শাহরুখ-সলমনকে সঙ্গে নিয়ে এবার আসছে ‘টাইগার’ভার্সেস ‘পাঠান’!

কবে আসছে এই ছবি?
Posted: 03:11 PM Apr 06, 2023Updated: 03:11 PM Apr 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সলমন। উড়িবাবা, সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সলমন (Salman Khan) ও শাহরুখ (Shahrukh Khan) স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাঁদেরই হাতে। নতুন প্রজন্মের নায়কদের তাঁরা পাত্তাই দেবেন না। এই  সংলাপটাকেই যশরাজ নিয়ে ফেলল সিরিয়াসলি।

Advertisement

ব্যস, যেমন ভাবনা, তেমন কাজ। সিদ্ধার্থ আনন্দ আদা-জল খেয়ে লেগে পড়লেন নতুন ছবির স্ক্রিপ্ট লিখতে। যেখানে একসঙ্গে দেখা যাবে টাইগার ও পাঠানকে। আর ছবির নাম হতে পারে ‘টাইগার ভার্সেস পাঠান’! হ্য়াঁ, বলিউড সূত্র বলছে এমনটাই ।

[আরও পড়ুন: ‘মেয়ের সঙ্গে এসব দেখতে পারবেন তো?’, ওটিটি-তে নগ্নতা-যৌনতা নিয়ে সরব সলমন]

বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই ছবিই ব্যবসায়ীক দিক থেকে সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সলমনকে একসঙ্গে সিনেপর্দায় দেখার জন্য উৎসাহও প্রচুর সিনেপ্রেমীদের মধ্য়েই। এই উত্তেজনাকে উসকে দিতেই এবার যশরাজ স্পাই ইউনিভার্স ছবির তালিকায় নিয়ে এল টাইগার ভার্সেস পাঠান। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হবে।

[আরও পড়ুন: বিদেশের মাটিতে এক হবে চারহাত? বিয়ের গুঞ্জনের মাঝে পরিণীতির লন্ডন সফরে তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement