shono
Advertisement

Breaking News

এবার পিএফের টাকায় মেটানো যাবে গৃহঋণের কিস্তি

আগামী মাস থেকেই এই প্রকল্পের সূচনা হবে৷ The post এবার পিএফের টাকায় মেটানো যাবে গৃহঋণের কিস্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:59 PM Feb 25, 2017Updated: 07:30 AM Feb 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্থার চার কোটি সদস্যের জন্য একটি বিশেষ আবাসন প্রকল্প আনতে চলেছে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও৷ আগামী মাস থেকেই  এই প্রকল্পের সূচনা হবে৷ এই প্রকল্পে ইপিএফও-র সদস্যরা বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য তাঁদের ইপিএফ অ্যাকাউণ্ট থেকেই ডাউন পেমেণ্ট করতে পারবেন৷ দিতে পারবেন মাসিক কিস্তির টাকাও৷ সূত্রের খবর, ৮ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটে যাওয়ার পরই এই প্রকল্পের কথা ঘোষণা করতে পারে ইপিএফও৷

Advertisement

নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক

এই প্রকল্পে ইপিএফও-র কোনও সদস্য তাঁর কর্মজীবনে বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইলে সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেবে৷ সংশ্লিষ্ট সদস্য বাড়ি বা ফ্ল্যাট কিনতে অগ্রিম অর্থ তাঁর ইপিএফ অ্যাকাউণ্ট থেকেই মেটাতে পারবেন৷ পরবর্তী ক্ষেত্রে ইপিএফ অ্যাকাউণ্ট থেকেই দিতে পারবেন মাসিক কিস্তির টাকাও৷ তবে এই প্রকল্পের সুবিধা নিতে হলে সমবায়ের ধাঁচে কমপক্ষে ২০ জন সদস্যকে নিয়ে একটি হাউজিং সোসাইটি গঠন করতে হবে৷ বর্তমানে সকলের জন্য বাড়ি প্রকল্পে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই এগিয়ে এসেছে৷ সাধারণ মানুষ যাতে সেই সুবিধা পেতে পারেন সে জন্যই এই নতুন প্রকল্প৷ ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোনও আইনি ঝামেলা তৈরি হলে ইপিএফও তাতে হস্তক্ষেপ করবে না৷

যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও!

এবার দার্জিলিংয়ের হোম থেকে শিশু-পাচার?

The post এবার পিএফের টাকায় মেটানো যাবে গৃহঋণের কিস্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement