shono
Advertisement
BNP

বাইরে শত্রুতা, ভিতরে বন্ধুত্ব! লন্ডনে জামাতের সঙ্গে গোপন বৈঠক জিয়াপুত্রের

সূত্রের খবর, নির্বাচন নিয়ে ইউনুস সরকারের উপর চাপ দিতে ফের কাছাকাছি আসছে দু'দল।
Published By: Sucheta SenguptaPosted: 05:39 PM Apr 16, 2025Updated: 11:22 PM Apr 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের বাংলাদেশে রাজনৈতিক সমীকরণগুলিও বিপুলভাবে পরিবর্তনের সাক্ষী। একদা ভাই-ভাই বিএনপি আর জামাত এখন একে অপরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। অন্তর্বর্তী ইউনুস সরকারকে নিয়ে তাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মত ও পথ। কিন্তু উপরে উপরে শত্রুতা থাকলেও অতীতের বন্ধুত্ব এখনও বেশ বজায় রয়েছে দু'দলের মধ্যে, তা আবারও স্পষ্ট হল লন্ডনের এক গোপন বৈঠকে। বিএনপি-র বর্তমান কার্যকরী চেয়ারপার্সন তারেক রহমান অর্থাৎ দলনেত্রী খালেদা জিয়ার পুত্রের সঙ্গে কিংসটনে বৈঠক সারলেন জামাত-ই-ইসলামির দুই নেতা। জিয়ার প্রাক্তন প্রেস সচিব ফেসবুক পোস্ট করে এই বৈঠকের কথা প্রকাশ্যে আনেন। যদিও এনিয়ে বিএনপি বা জামাত, কারও তরফে একটি মন্তব্যও করা হয়নি।

Advertisement

এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছেলে তারেকের বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের বাড়িতেই তাঁর সঙ্গে জামাতের 'আমির' ডঃ শফিকুর রহমান ও নায়েব ডঃ সইদ আবদুল্লাহ মহম্মদ তাহেরের বৈঠক হয় বলে সূত্রের খবর। সেখানে নাকি ছিলেন খালেদা জিয়াও। তাঁর প্রাক্তন প্রেস সচিব মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ্যে আসতেই ইংল্যান্ডের এক জামাত নেতাকে এনিয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলটি বিএনপির কোর্টে ঠেলে দিয়ে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁদের তরফে কিছু বলার নেই। অন্যদিকে ইংল্যান্ডে বিএনপির শাখার সভাপতি এমএ মালেক সরাসরি বৈঠকের কথা অস্বীকার করে জানান, এমন কোনও তথ্যই নেই তাঁর কাছে।

গত বছরের আগস্টে দেশে গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে। তারপর থেকে দেশে নির্বাচনের জন্য ইউনুস সরকারের উপর চাপ চলছেই। বিএনপি ও জামাত শিবির পৃথকভাবে নিজেদের দাবিদাওয়া নিয়ে বারবার সুর চড়াচ্ছে। খোলা চোখে দেখলে দুই শিবিরের মধ্যে দূরত্ব রয়েছে, কিন্তু তলে তলে আগের মতোই যে বন্ধুত্ব রয়েছে তাদের, লন্ডনের গোপন বৈঠকের কথা প্রকাশ্যে আসায় তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উপরে শত্রুতা, গোপনে বন্ধুত্ব!
  • লন্ডনে বিএনপি-জামাতের গোপন বৈঠক।
  • ফেসবুক পোস্টে তা প্রকাশ্যে আনেন জিয়ার প্রাক্তন প্রেস সচিব।
Advertisement