shono
Advertisement

চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন

জানেন, কী কী সুবিধা পাবেন এই ট্রেনে? The post চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:57 AM Mar 05, 2017Updated: 05:28 AM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া রোগীদের জন্য চালু হল বিশেষ ট্রেন। শনিবারই যাত্রা শুরু করল হাওড়া থেকে এর্নাকুলামগামী অন্ত্যোদয় এক্সপ্রেস। এর্নাকুলাম পৌঁছতে সময় লাগবে ৩৭ ঘণ্টা৷ ১৬ বগির অসংরক্ষিত কামরা থাকছে ট্রেনটিতে৷ গত ২৭ ফেব্রুয়ারি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এরপরই শনিবার হাওড়া থেকে বিকেল ৫টায় রওনা দিল যাত্রীবোঝাই হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস।

Advertisement

ফের রক্তাক্ত ভূস্বর্গ, গুলির লড়াইয়ে নিহত এক পুলিশ কনস্টেবল

যাত্রীদের স্বচ্ছন্দ্যর কথা মাথায় রেখে ট্রেনের প্রতিটি সিটেই রয়েছে গদি। বাক্স-পত্তর রাখার বিশেষ সুবিধাও রয়েছে। ট্রেনের সামনে-পিছনে জেনারেটর থাকায় আলোর কোনও অভাব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে জোরালো হাওয়া৷ কামরাতে মিলবে অ্যাকোয়া গার্ডের জল৷ থাকছে বায়ো টয়লেট৷ সিটের পাশে মোবাইলে চার্জের ব্যবস্থা। বেসিন-সহ পুরো সরঞ্জামই স্টিলের তৈরি।

ট্রেনটি কাটপাডি হয়ে যাওয়ায় দক্ষিণে চিকিৎসার জন্য যাঁরা যাবেন তাঁদের বিশেষ সুবিধা হবে৷ হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে৷ মঙ্গলবার রাত ১২.২৫ মিনিটে এর্নাকুলাম থেকে ট্রেনটি ছাড়বে৷ সাধারণ ট্রেনের অসংরক্ষিত কামরার যা ভাড়া তার থেকে বাড়তি ১৫ শতাংশ বেশি ভাড়া লাগবে৷

১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন

The post চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement