নন্দিতা রায়, নয়াদিল্লি: টাকার বদলে প্রশ্ন বিতর্কে বিরাট ধাক্কা খেতে চলেছেন মহুয়া মৈত্র। তৃণমূল (TMC) নেত্রীর সাংসদ পদ বাতিলের সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। এমনটাই খবর লোকসভা সূত্রের।
উল্লেখ্য, মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ নিয়ে এথিক্স কমিটির বৈঠক হওয়ার কথা ছিল ৭ নভেম্বর, মঙ্গলবার। কিন্তু গত সোমবার জানা যায়, সেই বৈঠক হবে ৯ নভেম্বর, বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সেই বৈঠকের আগেই মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই খসড়া তৈরি করে ফেলেছে এথিক্স কমিটি। ওই খসড়াই স্পিকারের কাছে জমা করা হবে।
[আরও পড়ুন: ‘গরিবের রেশন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র, পাপ করছে কংগ্রেস’, তোপ মোদির]
সূত্রের খবর, ওই খসড়ায় মূলত তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে। এক, মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করা হোক। দুই, শুধু সাংসদ পদ বাতিলই নয়, একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। সেটার জন্য অবশ্য কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করা হবে। তিন, এথিক্স কমিটির বৈঠকে বিএসপি সাংসদ দানিশ আলিও নিয়মভঙ্গ করেছেন। তাঁর সেই আচরণকেও নথিবদ্ধ করা হচ্ছে। যদিও দানিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা এখনই নেওয়া হচ্ছে না।
[আরও পড়ুন: ‘এত ভয় কীসের!’, মোদি-আদানির বিরুদ্ধে নয়া ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মহুয়ার]
সূত্রের খবর, বৃহস্পতিবার আর মহুয়াকে ডাকবে না এথিক্স কমিটি। সংখ্যাধিক্যের বলে এই খসড়া পাশ করিয়ে তা পেশ করা হবে স্পিকারের কাছে। স্পিকার এই খসড়া প্রস্তাব মেনে নিলে শুধু যে মহুয়ার সাংসদ পদ যাবে, তাই নয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলাও হতে পারে। যা কৃষ্ণনগরের সাংসদের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে। মহুয়া অবশ্য তাতে দমছেন না। সোশাল মিডিয়ায় তিনি কটাক্ষের সুরে ঘোষণা করেছেন, “মোদি-আদানি ভাই ভাই। সব স্বশাসিত সংস্থা বাই বাই।”