shono
Advertisement
GDP

একধাক্কায় অনেকটা কমছে জিডিপি বৃদ্ধির হার! পূর্বাভাস কেন্দ্রের, লক্ষ্যপূরণ হবে মোদির?

এনএসও-এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর চাপে মোদি সরকার।
Published By: Subhajit MandalPosted: 05:41 PM Jan 07, 2025Updated: 05:43 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ দুই ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হারেই পূর্বাভাস মিলেছিল। এবার মেনে নিল কেন্দ্রও। ২০২৪-২৫ অর্থবর্ষে একধাক্কায় অনেকটা কমতে চলেছে জিডিপি বৃদ্ধির হার। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর চলতি অর্থবর্ষের সার্বিক বৃদ্ধির যে পূর্বাভাস দিল সেটা যথেষ্ট উদ্বেগজনক।

Advertisement

২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশ করা পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সেই হার কমে হতে পারে ৬.৪ শতাংশ। যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ একধাক্কায় ১.৮ শতাংশ কমতে পারে দেশের আর্থিক বৃদ্ধির হার। চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির যে কমতে পারে সে পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্ক আগেই দিয়েছিল। তবে রিজার্ভ ব্যাঙ্ক জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৬.৬ শতাংশ। সেটার চেয়েও জিডিপি বৃদ্ধি কমতে চলেছে।

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে জিডিপি ছিল ৬.৭ শতাংশ। এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছিল দ্বিতীয় ত্রৈমাসিকে এর পরিমাণ আরও কমতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৫.৪ শতাংশে নেমে যায়। এবার সার্বিকভাবে গোটা বছরের বৃদ্ধির হার ৬.৪ শতাংশ নেমে যাওয়ার পূর্বাভাস দিল কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর। জানা যাচ্ছে, উৎপাদন, কৃষি এবং পরিষেবা ক্ষেত্রে প্রত্যাশিত বৃদ্ধি না-হওয়া, প্রত্যাশামতো লগ্নি না-আসায় জেরেই এই ঘটনা।

এনএসও-এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাপে মোদি সরকার। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ২০২৮ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে। চলতি অর্থবর্ষে বৃদ্ধির হারে এই বিরাট পতন সেই লক্ষ্যে কিছুটা হলেও ধাক্কা দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ দুই ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হারেই পূর্বাভাস মিলেছিল।
  • ২০২৪-২৫ অর্থবর্ষে একধাক্কায় অনেকটা কমতে চলেছে জিডিপি বৃদ্ধির হার।
  • ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর চলতি অর্থবর্ষের সার্বিক বৃদ্ধির যে পূর্বাভাস দিল সেটা যথেষ্ট উদ্বেগজনক।
Advertisement