shono
Advertisement

আইএফএ শিল্ডে খেলতে আগ্রহী লিভারপুল, আসতে পারেন জেরার্ডও

তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। The post আইএফএ শিল্ডে খেলতে আগ্রহী লিভারপুল, আসতে পারেন জেরার্ডও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 PM Mar 03, 2017Updated: 08:34 AM Mar 03, 2017

সোম রায়: পেলে, মারাদোনা, মেসির পর এবার কী তিলোত্তমায় পা রাখতে চলেছেন আরেক ফুটবল তারকা স্টিভেন জেরার্ড? আইএফএ-র তরফ থেকে কিন্তু তেমন খবরই পাওয়া যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে মাসদুয়েকের মধ্যেই কলকাতায় আসছেন প্রাক্তন ইংল্যান্ড ও লিভারপুলের তারকা জেরার্ড। পাশাপাশি ঐতিহ্যশালী আইএফএ শিল্ডে খেলতে আসার কথা লিভারপুলের জুনিয়র দলেরও। বর্তমান লিভারপুল অ্যাকাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করছেন জেরার্ড। তাই জুনিয়র দলের সঙ্গে কলকাতায় আসার কথা রয়েছে তাঁরও। তবে সবকিছুই এখন রয়েছে আলোচনার পর্যায়ে।

Advertisement

কাশ্মীরে গ্রেপ্তার দুই পাক জঙ্গি

১৯১১ সালে ইংরেজদের হারিয়ে মোহনবাগানের শিল্ড জয় থেকে শুরু। তারপর থেকেই জৌলুস বেড়ে যায় টুর্নামেন্টটির। কিন্তু গত কয়েকবছরে সেই জৌলুস অনেকটাই ম্রিয়মান। ফেডারেশনের ক্যালেন্ডারে ঠিকঠাক জায়গা না পাওয়ায় শেষ কয়েক বছর শিল্ড আয়োজন করতে সমস্যায় পড়তে হয়েছে আইএফএ-কে৷ এর মধ্যে গত দুই মরশুম শিল্ডকে অনূর্ধ্ব-১৯ করে দেওয়া হয়েছে৷ প্রথমবার ভাল কোনও বিদেশি দল না এলেও গতবার শিল্ডে এসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের জুনিয়ররা৷ সেমিফাইনালে টাইব্রেকারে এআইএফএফ-এর অনূধর্ব ১৯ দলের কাছে হেরে গেলেও নজর কেড়েছিল ইংল্যান্ডের দলটি৷ তবে এবার প্রথম থেকেই বিদেশি দল নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে আইএফএ৷ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ‘হয় কোনও এলিট ক্লাবের জুনিয়র দল আনবেন, নাহলে বিদেশি দল ছাড়াই হবে শিল্ড৷’ সেই অনুযায়ীই বিভিন্ন দলের সঙ্গে কথাবার্তাও চালান আইএফএ কর্তারা৷

ভুয়ো ওয়েবসাইটে প্রাথমিক টেটের ফলপ্রকাশ, গ্রেপ্তার ৩

গতবারই শিল্ডে খেলার আগ্রহ দেখিয়েছিল লিভারপুল-সহ কয়েকটি প্রথম শ্রেণির ক্লাব৷ তবে ফেব্রুয়ারির বদলে তারা অনুরোধ করেছিল মে-জুন মাসে শিল্ড আয়োজন করতে৷ কিন্তু ততদিনে সূচি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ তাই এবার শুরু থেকেই লিভারপুলের সঙ্গে যোগাযোগ করে আইএফএ৷ প্রাথমিক কথাবার্তাও এগিয়ে গিয়েছে৷ দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে কয়েকটি শর্ত নিয়ে৷ সেগুলি মিটে গেলেই লিভারপুলের জুনিয়র দলের তিলোত্তমায় আসার বিষয়ে সিলমোহর পড়ে যাবে৷ এই বিষয়ে আইএফএ সচিব বলেন,’অনেক দলের সঙ্গেই কথা হয়েছে৷ অন্যদের তুলনায় ওরা বেশি আগ্রহ দেখিয়েছে৷ আমরাও চেষ্টা চালাচ্ছি৷ শুধু লিভারপুলই নয়, চেষ্টা করছি যাতে দলের সঙ্গে জেরার্ডকেও আনা যায়৷’

‘তাওয়াং চিনেরই অংশ, ভারত এটা মেনে নিলেই মিটবে সীমান্ত সমস্যা’

দীর্ঘ ১৫ বছর ইংল্যান্ডের জার্সি গায়ে খেলা জেরার্ড লিভারপুলের ঘরের ছেলে বলেই পরিচিত৷ ১৯৮৭ সালে মাত্র সাত বছর বয়সে তিনি আসেন লিভারপুল অ্যাকাডেমিতে৷ এগারো বছর পর সুযোগ পান সিনিয়র দলে৷ সেই শুরু৷ ২০১৫ পর্যন্ত ‘দ্য রেডস’ গায়ে তিনি খেলেছেন ৫০৪টি ম্যাচ৷ এর মধ্যে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ১১৪ বার৷ ২০১৫ত্ সালে আমেরিকার মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সিতে সই করেছিলেন জেরার্ড৷ তবে পরের মরশুমেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন৷ তাই চলতি মরশুম থেকে তাঁকেই অ্যাকডেমির দায়িত্ব দিয়েছে লিভারপুল৷ বিভিন্ন বয়সভিত্তিক দলের আলাদা আলাদা কোচ থাকলেও তিনিই সবার উপরে৷ কাজেই আইএফএ শিল্ডে লিভারপুলের জুনিয়র দল এলে মেসি, মারাদোনার মতোই আন্তর্জাতিক ফুটবলের আরেক কিংবদন্তির পা পড়বে তিলোত্তমায়৷ এদিকে, বৃহস্পতিবার সন্তোষ ট্রফির দল ঘোষণা করার কথা ছিল আইএফএ-র৷ তবে কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় একদিন সময় চাওয়ায় তা পিছিয়ে যায়৷ ফেডারেশনের নির্দেশ অনুযায়ী এদিনের মধ্যেই ফুটবলারদের নাম ফেডারেশনে পাঠানোর কথা৷ তবে তাদের সঙ্গে কথা বলে একদিন অতিরিক্ত সময় চেয়ে নিয়েছে আইএফএ৷

চন্দ্রকেতুগড়ের সংগ্রহশালায় মগনলাল মেঘরাজের হানা!

The post আইএফএ শিল্ডে খেলতে আগ্রহী লিভারপুল, আসতে পারেন জেরার্ডও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement