সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ টেস্টে ১৫০ ওভার বল করতে হয়েছে। তার জেরে বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যেই খেলা ছেড়ে হাসপাতালে যেতে হয় জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। এহেন পরিস্থিতিতে সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না তারকা পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হবে তাঁকে।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান জশপ্রীত বুমরাহ। মধ্যাহ্নভোজনের পর এক ওভার বল করেন তিনি। তারপরই দলের ডাক্তারের সঙ্গে মাঠ ছাড়েন। পরে গাড়ি করে হাসপাতালের পথে রওনা দেন। পরে সতীর্থ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ জানান, পিঠের চোটের জন্য বুমরাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ম্যাচের মধ্যেই মাঠে ফিরে আসেন বুমরাহ। কিন্তু সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি।
ঠিক কী হয়েছে বুমরাহর? ভারতীয় বোর্ড থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পিঠের চোটে বেশ কয়েকটি ধাপ রয়েছে। বুমরাহর চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা। গ্রেড ১ ক্যাটেগরির চোট পেলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। উল্লেখ্য, পিঠের চোটে কাবু হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বুমরাহ। তাঁর পিঠে অস্ত্রোপচারও করাতে হয়।
এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। কারণ আগামী মাস থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কার্যত অপরিহার্য। তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিতে যেতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ খেলবে ভারত। ২২ জানুয়ারি থেকে শুরু হবে টি-২০ সিরিজ। কিন্তু সেখানে হয়তো নামতে পারবেন না বুমরাহ।