shono
Advertisement

অশান্ত কাশ্মীরের ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ ফিরদৌসা

রক্তচক্ষুর শাসানি উপেক্ষা করে রোজ ৪০ কিমি হেঁটে যান মানুষের সেবা করতে৷ The post অশান্ত কাশ্মীরের ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ ফিরদৌসা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:59 PM Jul 17, 2016Updated: 05:47 PM Jul 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তস্নাত ভূস্বর্গ৷ ইট-পাথরের রাস্তাগুলি সাক্ষী একের পর এক মৃত্যু মিছিলের৷ কেউ ‘আজাদি’র দাবিদার, তো কেউ ‘জিহাদ’-এর তাবেদার৷ রক্তচক্ষুর শাসানি৷ সব উপেক্ষা করে দিনের পর দিন ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে পৌঁছান তিনি৷ ফিরদৌসা রাশিদ৷ আধুনিক কাশ্মীরের ‘লেডি উইথ দ্য ল্যাম্প’৷

Advertisement

অশান্ত কাশ্মীরের বিপদসঙ্কুল পথ পেরিয়েই রোজ শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে পৌঁছন এই কাশ্মীরি নার্স৷ শুধুমাত্র মুমূর্ষ রোগীদের সেবা করার জন্য৷ পরিবারের তরফে প্রতিদিনই বারণ করা হয়৷ এমন দিনও গিয়েছে, কখনও সেনার প্রশ্নের সামনে পড়তে হয়েছে, আবার কখনও বিদ্রোহীদের৷ কিন্তু, বিদ্রোহীদের বিপ্লবের তোয়াক্কা না করেই রোজ হাসপাতালে ছুটে চলেছেন তিনি৷ কারণ এমনিতেই সেখানে কর্মীর সংখ্যা কম৷ তিনি না গেলে মুমূর্ষু মানুষগুলির পাশে থাকবে কে?

ফিরদৌসার মতোই আরও হাতে গোনা কয়েকজন কর্মী রয়েছেন হাসপাতালে৷ নিঃশব্দে তৈরি করে চলেছেন বিপ্লবের এক নতুন গাথা৷ যার মূল মন্ত্র প্রাণের আহুতি নয়, ভূস্বর্গের মাটিতে নতুন প্রাণের সঞ্চার৷

The post অশান্ত কাশ্মীরের ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ ফিরদৌসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement