shono
Advertisement

Breaking News

Singer Aditi Gupta

শিল্পী অদিতির বিশেষ অনুষ্ঠান ‘আপন গান’, উত্তম মঞ্চে আয়োজিত সুরেলা সন্ধ্যা

১০ নভেম্বর সন্ধ্যা ছটা থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান।
Published By: Suparna MajumderPosted: 07:45 PM Nov 08, 2024Updated: 07:45 PM Nov 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রত্যেক মুহূর্তের সঙ্গী রবিঠাকুরের গান। 'পাগলা হাওয়ার বাদল দিনে' যেমন কবিগুরু ভরসা, তেমনই উদাস মনের সহায় 'যে রাতে মোর দুয়ারগুলি...'। রবীন্দ্রসঙ্গীতকে আঁকড়ে ধরেই সুরের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অদিতি গুপ্ত। তাঁর দীর্ঘ শিল্পী জীবনের ৩৫ বছর পূর্ণ হল। এই মাইলফলক ছোঁয়ার আনন্দই আলাদা। তাই সুরে সরেই হবে সেলিব্রেশন। আগামী ১০ নভেম্বর উত্তম মঞ্চে আয়োজিত হয়েছে ‘আপন গান’ শীর্ষক অনুষ্ঠান।

Advertisement

লা ক্রিয়েটিভ সলিউশন ও কৃষ্টির নিবেদনায় হচ্ছে অদিতির একক এই অনুষ্ঠানটি। গত ৪ তারিখ থেকে 'দ্য মেলোডি' ও 'মাড ক্যাফে'তে অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়াও টিকিট পাওয়া যাচ্ছে বোশো-র (Boshow) সাইটে।

১০ নভেম্বর সন্ধ্যা ছটা থেকেই শুরু হয়ে যাবে অদিতির সুরেলা সন্ধ্যা। শিল্পীর সংবর্ধনাজ্ঞাপন-সহ সুরে বাঁধা এই অনন্য সন্ধ‌্যা প্রাপ্তি হবে দর্শক এবং শ্রোতাদের। অদিতি গুপ্ত নামটি সমার্থক রবীন্দ্রনাথের গানের সবকটি ধারায় স্বচ্ছন্দ‌ বিচরণের সঙ্গে, গভীর রবীন্দ্রবোধ ও বীক্ষার সঙ্গে। দেশে-বিদেশে অদিতি অগণিত শ্রোতাকে মুগ্ধ করে এসেছেন রবীন্দ্রনাথের স্বল্পশ্রুত গানের অনায়াস উপস্থাপনে। দীর্ঘদিন ধরে অদিতি বহুশ্রুত গানকেও নিজের স্বকীয় নিপুণতায় বিশেষ করে তুলেছেন।

প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার পাশাপাশি অদিতি গুপ্ত একজন অভিজ্ঞ রবীন্দ্রসংগীত শিক্ষকও, দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে বহু ছাত্র এবং ছাত্রীকে তিনি রবীন্দ্রগানে দীক্ষিত করে চলেছেন। তাঁর এই একক অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন অদিতির সেই ছাত্রছাত্রীরাই। শিল্পীর সঙ্গে শ্রোতাদের গানযাপন এবং রবীন্দ্রচর্চার এক অসামান্য সন্ধ‌্যার অবকাশ করে দেওয়াই এই অনুষ্ঠানের লক্ষ‌্য। এই অনুষ্ঠান শিল্পীর স্নেহধন‌্য ছাত্রছাত্রীদের গুরুপ্রণাম তথা শ্রদ্ধা নিবেদন বলা যায় এবং তাতে শ্রোতা-দর্শকরাও সমৃদ্ধ হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবীন্দ্রসঙ্গীতকে আঁকড়ে ধরেই সুরের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অদিতি গুপ্ত।
  • তাঁর দীর্ঘ শিল্পী জীবনের ৩৫ বছর পূর্ণ হল। এই মাইলফলক ছোঁয়ার আনন্দই আলাদা।
Advertisement