shono
Advertisement

Breaking News

ইভটিজিংকে কেন্দ্র করে উত্তাল শিবপুর

ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত এলাকার কাউন্সিলর৷ অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি৷ The post ইভটিজিংকে কেন্দ্র করে উত্তাল শিবপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Oct 27, 2016Updated: 03:29 PM Oct 27, 2016

স্টাফ রিপোর্টার, হাওড়া: মদ্যপ অবস্থায় এক তরুণীকে কটূক্তি করে এক যুবক৷ ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত এলাকার কাউন্সিলর৷ বুধবার রাতে এই ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার শিবপুর থানার ৩১ নম্বর ওয়ার্ড পিএম বসতি এলাকায়৷ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কাউন্সিলরের সঙ্গে বচসা এবং পরে তাঁকে মারধরের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ন’টা নাগাদ ওই এলাকার বাসিন্দা জাভেদ মদ্যপ অবস্থায় এক তরুণীকে কটূক্তি করে৷ বাড়ি ফেরার সময় ওই তরুণীর পথ আটকে তাঁকে বিরক্ত করতে থাকে সে৷ ঘটনাটি চোখে পড়ে এলাকার সিপিএমের কাউন্সিলর আশরাফ জাভেদের৷ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি বাধা দেন৷ ঘটনার প্রতিবাদ করায়, জাভেদের সঙ্গে আশরাফের বচসা বেধে যায়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, আশরাফকে ভয় দেখানোর জন্য একটি দোকান থেকে ঠান্ডা পানীয়র একটা খালি বোতল নিয়ে ভেঙে তাঁর দিকে ধেয়ে যায়৷ যদিও পরে আশরাফের অনুগামীরা চলে আসায় পিছু হটতে বাধ্য হয় জাভেদ৷

তবে ঘটনার পর শিবপুর থানায় জাভেদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ জানিয়েছেন আশরাফবাবু৷ এমনকী পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, জাভেদ দলবল নিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে৷ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি৷

সূত্রের খবর, এলাকায় একই দলের দু’টি গোষ্ঠী রয়েছে৷ একটি আশরাফের৷ অভিযুক্ত জাভেদ বিপরীত গোষ্ঠীর ঘনিষ্ঠ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ইভটিজিংয়ের ঘটনাটি ঘটেছিল৷ এবং প্রতিবাদ করায় আশরাফের সঙ্গে বচসা হয় জাভেদের৷ তবে অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে হামলা চালানোর কোনও প্রমাণ এখনও পায়নি পুলিশ৷ অভিযুক্ত জাভেদের খোঁজে  তল্লাশি শুরু করেছে পুলিশ৷

The post ইভটিজিংকে কেন্দ্র করে উত্তাল শিবপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement