সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসকদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সে নির্দেশ মানতে নারাজ ডাক্তাররা। এভাবে শীর্ষ আদালতের সিদ্ধান্ত না মানার সিদ্ধান্তকে ভুল বলে মনে করছেন প্রাক্তন সেনাকর্মীরাও।
প্রাক্তন সেনাকর্মীদের মতে, দেশের মানুষ সুপ্রিম কোর্টকে একটা আলাদা মর্যাদা দেয়। সুপ্রিম কোর্টের অবমাননা মানুষ মানতে চায় না। প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মণ্ডল এদিন বলেন, ‘‘সেনা, পুলিশের মতো ডাক্তারির ক্ষেত্রেও কোনও জেদ চলে না। এটা জরুরি পরিষেবা। ডাক্তারদের উচিত ছিল জেদ ভুলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে ফেরা। কিন্তু ডাক্তাররা যেভাবে সুপ্রিম কোর্টকে অসম্মান করলেন তা দেশবাসীকেই লজ্জিত করেছে। এভাবে চলতে থাকলে বলতে বাধ্য হচ্ছি যে, ডাক্তাররাও গণপিটুনির শিকার হতে পারেন।’’
[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]
ডাক্তারদের গোটা আন্দোলনের পিছনে বিজেপি ও আরএসএসের চক্রান্ত এবং সিপিএমের ভূমিকা রয়েছে বলে সুজয়বাবুর মতো প্রাক্তন সেনা কমান্ডোরা মনে করেন। তিনি বলেন, ‘‘বিজেপি রাজ্যে ডাক্তাররা এইভাবে আন্দোলন করলে পিটিয়ে চামড়া তুলে দিত। ডাক্তাররা সিপিএমের শাখা সংগঠন হিসাবে কাজ করছেন। মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান অবধি দেওয়া হল। এটা কি রাজনীতি নয়? তাঁরা সিপির পদত্যাগ দাবি করছেন। এরপর আরও কোনও বড় সরকারি কর্তার পদত্যাগ দাবি করবেন। এটা নির্যাতিতার বিচার চাওয়া কীভাবে? এটা তো রাজনীতি ছাড়া কিছু নয়।’’