shono
Advertisement

মধ্যপ্রদেশে ‘হারাধন’ কংগ্রেস! বিজেপিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-সহ একঝাঁক নেতা

কংগ্রেসের সাম্প্রতিক কার্যকলাপে ক্ষুব্ধ হয়েই দলত্যাগের সিদ্ধান্ত সুরেশ পচৌরির।
Posted: 01:28 PM Mar 09, 2024Updated: 01:28 PM Mar 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমলের বিজেপি (BJP) যোগের জল্পনা আপাতত চাপা পড়লেও কংগ্রেসের (Congress) ভাঙন অব্যাহত মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। লোকসভা নির্বাচনের আগে এবার ‘হাত’ ছেড়ে ‘পদ্ম’ ধরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুরেশ পচৌরি (Suresh Pachouri)। শনিবার ভোপালে বিজেপির দলীয় দপ্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পদ্ম পতাকা তুলে দেন তাঁর হাতে। তাঁর পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দেন আরও একঝাঁক কংগ্রেস নেতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সুরেশের বিজেপি যোগ নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। একের পর এক কংগ্রেস নেতার এহেন বিজেপি-যোগে মধ্যপ্রদেশে কার্যত ‘হারাধন’  দশা শতাব্দীপ্রাচীন দলের।

Advertisement

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন সংবাদমাধ্যমকে সুরেশ বলেন, “আমি যখন রাজনীতির আঙিনায় পা রেখেছিলাম, তখন জাতির সেবা করাই উদ্দেশ্য ছিল। স্বাধীন ভারতের লক্ষ্য ছিল বর্ণহীন এবং শ্রেণিহীন সমাজ গঠনের। তবে কিছু দিন ধরে কংগ্রেস নেতৃত্ব যেসব সিদ্ধান্ত নিয়েছে তা আমার কাছে বেদনাদায়ক।” এবিষয়ে রামমন্দিরের প্রসঙ্গ তোলেন সুরেশ। জানান, “ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়ে কংগ্রেস যে ভাষা ব্যবহার করেছে তা অত্যন্ত হতাশাজনক।” কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, অনেকদিন ধরেই বিক্ষুব্ধ ছিলেন সুরেশ। গত বছর বিধানসভা নির্বাচনেও লড়েননি তিনি। কংগ্রেসের প্রচারেও খুব একটা দেখা যায়নি তাঁকে। ফলে তিনি যে বিজেপিতে যোগ দিতে পারেন তেমন একটা আভাস ছিলই। এদিকে এদিন সুরেশের পাশাপাশি বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ গজেন্দ্র সিং রাজুখেড়ি, প্রাক্তন বিধায়ক সঞ্জয় শুক্লা, বিশাল প্যাটেল, অর্জুন পলিয়া, সতপাল পলিয়া ও ভোপাল জেলা কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রও এদিন বিজেপিতে যোগ দেন।

[আরও পড়ুন: কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ! ‘হাত’ ছেড়ে পদ্মে ৭ কাউন্সিলর]

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রদেশে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও তাঁর পুত্র নকুল নাথ (Nakul Nath)। যদিও শেষ পর্যন্ত দীর্ঘ টানাপোড়েনের পর মধ্যপ্রদেশ কংগ্রেসের ‘স্তম্ভ’ কমল জানিয়ে দেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। তবে কমল বিজেপিতে যোগ না দিলেও কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত মধ্যপ্রদেশে। সম্প্রতি কমল নাথের নিজের কেন্দ্র ছিন্দওয়াড়াতে কংগ্রেসের দেড় হাজার নেতা-কর্মী যোগ দেন বিজেপিতে। সেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। এর পর গত বুধবার ছিন্দওয়াড়া কেন্দ্র থেকেই বিজেপিতে যোগ দেন ৭ কাউন্সিলর। এবার কংগ্রেস থেকে বিজেপিতে সুরেশ-সহ একঝাঁক প্রাক্তন সাংসদ ও বিধায়ক।

[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement