সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর কাণ্ড চণ্ডীগড়ে। আদালতের ভিতরেই গুলি করে হত্যা হল এক আমলাকে। অভিযোগ, ওই আমলার শ্বশুর পাঞ্জাব পুলিশের প্রাক্তন কর্তা গুলি চালান। এর জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হরপ্রীত সিংয়ের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পারিবারিক বিবাদে খুনের ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে চণ্ডীগড়ের একটি পারিবারিক আদালতে ঘটনাটি ঘটেছে। সেচ দপ্তরে কর্মরত আইআরএস অফিসার হরপ্রীত সিংকে লক্ষ্য করে আচমকা গুলি চালান মলবিন্দর সিংহ সিধু। তিনি পঞ্জাব পুলিশের সহকারী ইনস্পেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন। বর্তমানে চাকরি থেকে নিলম্বিত। মলবিন্দর সম্পর্কে পরপ্রীতের শ্বশুরমশাই। কেন হঠাৎ আমলা জামাইকে লক্ষ্য করে গুলি চালালেন?
[আরও পড়ুন: টেন্ডার বৈঠকে বচসা! বিডিও-কে জলের বোতল ছোড়ার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে]
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জামাই-শ্বশুরের পারিবারিক বিবাদের জেরেই হত্যাকাণ্ড। সেই বিবাদ নিয়েই মামলা চলছিল আদালতে। শনিবার মামলা সংক্রান্ত কাজের জন্যই চণ্ডীগড় আদালতে গিয়েছিলেন দুই পক্ষ। মাঝে শৌচালয়ে প্রবেশ করেন মলবিন্দর ও হরপ্রীত। অভিযোগ, শৌচালয় থেকে বাইরে আসতেই জামাইকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালিয়েছিলেন তিনি। তার মধ্যে দু’টি গুলি লাগে হরপ্রীতের শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমলার। অভিযুক্ত শ্বশুরকে ধরে ফেলেন আদালতে উপস্থিত আইনজীবীরা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে।