shono
Advertisement

পদ্মশিবিরের পথে প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, দিল্লিতে যোগদানের সম্ভাবনা

রাজনৈতিক মহলে এ নিয়ে তুঙ্গে জল্পনা।
Posted: 11:47 AM Mar 06, 2021Updated: 01:06 PM Mar 06, 2021

নন্দিতা রায়, নয়াদিল্লি: তৃণমূল ছেড়ে দেওয়ার পর বেশ কয়েকদিন প্রচারে ছিলেন না। তবে জল্পনা চলছিলই, বারাকপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) যোগ দিতে পারেন বিজেপিতে (BJP)। এবার বঙ্গ বিধানসভা ভোটের দামামা বেজে উঠতেই সেই জল্পনা সিলমোহর পড়ার পথে। সূত্রের খবর, শনিবারই দিল্লির বিজেপি কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন দীনেশ ত্রিবেদী। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে তাঁর রাজনৈতিক কেরিয়ারের নতুন ইনিংস শুরু হতে চলেছে। এরপর রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় দেখা যেতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে। 

Advertisement

গত মাসের শেষ দিকে রাজ্যসভায় দাঁড়িয়েই নাটকীয়ভাবে তৃণমূল ছাড়ার ঘোষণা করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। বক্তব্য পেশের সময়ে দীনেশ জানান, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না, দমবন্ধ হয়ে আসছে। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এও জানিয়েছিলেন, মানুষের জন্য ভালভাবে কাজ করতে চান। সেদিন থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, নির্ভরযোগ্য এই সৈনিকও পা বাড়াচ্ছেন বিজেপির পথেই। সম্প্রতি তিনি হঠাৎই একাধিকবার প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে টুইটে। মোদি করোনা টিকা কোভ্যাক্সিন নেওয়ার দিনই তিনি টুইট করেছিলেন –  “একজন সত্যিকারের নেতা। যিনি সামনে থেকে লড়াইটা করেন। এটাকেই বলে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস।” তারপর থেকে তাঁর বিজেপি ঘনিষ্ঠতার জল্পনা আরও উসকে উঠেছে।

[আরও পড়ুন: কাজের মাঝে আচমকা বিষাক্ত গ্যাস লিক, দুর্গাপুর ইস্পাত কারখানায় অসুস্থ অন্তত ১০]

শনিবার সেসব জল্পনার অবসান ঘটাতে চলেছেন দীনেশ ত্রিবেদী। দিল্লিতে দলের সদর দপ্তরে জেপি নাড্ডার হাত ধরে  বিজেপিতে যোগদানের প্রবল সম্ভাবনা। সেক্ষেত্রে  একুশের ভোটে বারাকপুরের প্রাক্তন সাংসদের গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়াইয়ের সম্ভাবনাও বেশি। পছন্দমতো কেন্দ্রের লড়াইয়ের সুযোগ কি পাবেন দীনেশ? এখনই এসব প্রশ্ন উঠে গিয়েছে। সূত্রের আরও খবর, শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর  টিকিট না পেয়ে অনেক জনপ্রতিনিধিই এখন বিজেপি শিবিরে পা বাড়ানোর কথা ভাবছেন। এক্ষেত্রে প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ থেকে সাঁকরাইলের শীতল সর্দার-সহ একাধিক তৃণমূল নেতা, বিধায়ক গেরুয়া শিবিরের পথে পা বাড়ানোর জল্পনা তুঙ্গে এই মুহূর্তে।

[আরও পড়ুন: ব্রিগেডে জনস্রোত চায় বিজেপি, সমর্থক আনতে তিনটি ট্রেন ভাড়া নিচ্ছে পদ্মশিবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement