shono
Advertisement
earthquake in Nepal

সাতসকালে পরপর তিনবার ভূমিকম্প নেপাল-তিব্বত সীমান্তে, কাঁপল দিল্লি-সহ গোটা উত্তর ভারত

রিখটার স্কেলে ৭.১ মাত্রার কম্পন অনূভূত হল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
Published By: Anwesha AdhikaryPosted: 08:14 AM Jan 07, 2025Updated: 08:45 AM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকাল প্রবল ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে ৭.১ মাত্রার কম্পন অনূভূত হল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার পর্যন্ত কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাতেও। প্রথম কম্পনের পরে আরও দুবার আফটার শকে কেঁপে ওঠে নেপাল-তিব্বত সীমান্ত। 

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়। কম্পনের উৎসস্থল নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ্যাং। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয় রিখটার স্কেলে ৭.১ মাত্রায়। এই কম্পনের প্রভাব পড়ে দিল্লি, বিহার-সহ উত্তর ভারতের বিরাট অংশে। আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আমজনতা। কোচবিহারেও ভালোরকম কম্পন অনূভূত হয়। ঘরের মধ্যে থাকা জিনিসপত্র দুলে ওঠে। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

প্রথম কম্পনের প্রায় আধঘণ্টার মধ্যেই আরও দুবার আফটার শক হয় ওই এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে ৪.৭ মাত্রায় আফটার শক হয়। পাঁচ মিনিটের মাথায় ফের ৪.৯ মাত্রায় কেঁপে ওঠে শিজ্যাং। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার দূরে প্রথম আফটার শকটি হয়। দ্বিতীয় আফটার শকটি হয় মাটি থেকে ৩০ কিলোমিটার গভীরে। ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা, সিকিম, অসম  ছাড়াও কাঠমাণ্ডুতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে এখনও পর্যন্ত কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে নেপালের এই এলাকায় অন্তত ৩০টি মৃদু কম্পন হয়েছে। তবে মঙ্গলবার বিরাট মাত্রায় কাঁপল নেপাল-তিব্বত সীমান্ত।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়।
  • মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয় রিখটার স্কেলে ৭.১ মাত্রায়।
  • প্রথম কম্পনের প্রায় আধঘণ্টার মধ্যেই আরও দুবার আফটার শক হয় ওই এলাকায়।
Advertisement