shono
Advertisement

Breaking News

রোজকার এই কাজগুলিতে বদল না আনলে পাকস্থলীতে হতে পারে ক্যানসার

জেনে নিন কী বলছেন চিকিৎসকরা? The post রোজকার এই কাজগুলিতে বদল না আনলে পাকস্থলীতে হতে পারে ক্যানসার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:27 PM May 11, 2017Updated: 12:44 PM Jul 11, 2018

৬০ বছর বয়সী এক ব্যক্তি৷ মাঝে মধ্যেই পেট ব্যথা৷ পাড়ার ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখেন তাঁর ওজন ক্রমশ কমছে৷ পেট ব্যথার সঙ্গে ওজন কমে যাওয়ায় লক্ষণ ভাল নয়৷ এরপরই একদিন মলের সঙ্গে রক্ত পড়ল৷ এন্ডোস্কোপি করা হলে রিপোর্টে দেখা গেল পাকস্থলিতে ক্যানসার হয়েছে৷ উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতে পাকস্থলীতে ক্যানসারে আক্রান্তের সংখ্যা খুব বেশি৷ পশ্চিমবঙ্গেও এই ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে৷ এর পিছনে দায়ী মূলত অভ্যাস৷ ধূমপান, আলসারের ঝাঁজে বাড়ছে পাকস্থলীতে ক্যানসার হওয়ার ঝুঁকি৷ বাঁচতে চান? জেনে নিন কীভাবে কাটাবেন দৈনন্দিন জীবন? পরামর্শ দিচ্ছেন মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা. কে ডি বিশ্বাস-এর মুখোমুখি জিনিয়া সরকার

Advertisement

[নারদ কাণ্ডে ম্যাথুকে ১৮ মে তলব ইডির]

দায়ী অভ্যাস!
হেলিকোব্যাক্টর পাইলোরি-ব্যাকটেরিয়াই এই ক্যানসারের জন্য সবচেয়ে বেশি দায়ী৷ এই ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন অনেকসময় ক্যানসারের কারণ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী এটি খুবই শক্তিশালী কারসিনোজেন৷ সাধারণত এই ব্যাকটেরিয়াল ইনফেকশন কম-বেশি সবার শরীরেই হয়ে থাকে৷ তবে ইনফেকশন মানেই তা থেকে ক্যানসার হবে এমন নয়৷ ইনফেকশন দীর্ঘদিন থাকলে পাকস্থলীর কোষে এমন কিছু পরিবর্তন আনে যা ক্যানসার হতে সাহায্য করে৷

ধূমপান পাকস্থলীর উপরের অংশের ক্যানসারের সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয়৷ কারও গ্যাস্ট্রিক সার্জারি হলে অথবা আলসার ওষুধে না সারলে সার্জারি করা হয়৷ পাকস্থলীর এই আলসার সার্জারির দীর্ঘমেয়াদি জটিলতা হিসাবে অনেক সময় ক্যানসার দেখা যায়৷ পাকস্থলীর মধ্যে পলিপ জাতীয় কিছু থাকলে তা থেকেও ক্যানসারের সম্ভাবনা থাকে৷ এমনকী দীর্ঘদিন ধরে নস্যির নেশা থাকলেও এই ক্যানসার শরীরে থাবা বসাতে পারে৷

তৃতীয় বিশ্বের দেশগুলিতে আবার দেখা যায়, জল থেকে হেলিকোব্যাক্টর পাইলোরি-ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়৷ মল থেকে মুখের মধ্যে এই ব্যাকটেরিয়া পৌঁছলে শরীরে সংক্রমণ ছড়ায়৷ যাঁরা খুব অপরিষ্কার ভাবে থাকেন, নোংরা থালায় খান তাঁদের এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রবণতা বেশি৷

[গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু!]

খাওয়াদাওয়া: ভিটামিন সি, এ, ই ও ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে৷ ডায়েটে বেশি করে রাখা প্রয়োজন অ্যান্টি-অক্সিডেন্ট(টক ফল, ভিটামিন এ) জাতীয় খাবার৷

স্মোকড ফুড, খুব বেশি নুন দেওয়া মাছ, আচার বেশি খাওয়ার অভ্যাস ডেকে পাকস্থলীর ক্যানসার৷ নোংরা খাবার, দীর্ঘক্ষণ খোলা থাকা খাবার, বাসি খাবারে মিশে থাকে নাইট্রেট ও নাইট্রাইট জাতীয় উপাদান৷ এই উপাদান শরীরে গেলে যে রাসায়নিক পরিবর্তন হয় তা কোষের জন্য মারাত্মক ক্ষতিকর ও ক্যানসারের জন্য দায়ী৷ রেড মিট কম খান৷ ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি৷ পাকস্থলীর ভাল রাখতে টাটকা খাবার, সবুজ শাকসবজি, কম তেল-মশলা জাতীয় খাবার, কম নুন যুক্ত স্বাভাবিক খাবার খান৷

[এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির]

চিকিৎসা: এন্ডোস্কোপি করতে হবে৷ ঠিক সময়ে ক্যানসার ধরা পড়লে এবং সার্জারি করলে ক্যানসার অনেকক্ষেত্রেই সম্পূর্ণভাবে সেরে ওঠে৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেরিতে ক্যানসার ধরা পড়ায় রোগ সারার সম্ভাবনা কমে৷ পাকস্থলী ক্যানসারের সবচেয়ে সফল চিকিৎসা অপারেশন৷ সার্জারি ও কেমোথেরাপি করে পাকস্থলী ক্যানসার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব৷

[আইএস-এর যন্ত্রণা নিবারণে ওষুধ যাচ্ছে ভারত থেকে!]

পুরুষ, না মহিলা?
পাকস্থলী ক্যানসারে পুরুষরা মহিলাদের চেয়ে বেশি আক্রান্ত হন৷ বিশেষত যাদের বয়স পঞ্চাশের বেশি তাঁদের ক্ষেত্রে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়৷ তবে শুধু বয়স্করাই নন, এখন কম বয়সিদের মধ্যেও এই ক্যানসারের প্রবণতা বাড়ছে৷ মহিলারা তুলনায় কম হলেও ব্যতিক্রম নন৷ অপরিচ্ছন্ন জীবনযাপন ও খাদ্যাভ্যাস-ই পাকস্থলী ক্যানসারের জন্য সবচেয়ে বেশি দায়ী৷ বহু বছর ধরে অ্যাসিডিটি অথবা হঠাত্‍ করেই খুব বাড়াবাড়ি ভাবে অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে অবিলম্বে সতর্ক হোন৷

যোগাযোগ-৯৪৩৩১২৮৭২২

আর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

The post রোজকার এই কাজগুলিতে বদল না আনলে পাকস্থলীতে হতে পারে ক্যানসার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement