রাজা দাস, বালুরঘাট: ঠিক যেন মনে হবে যাত্রীবাহী টোটো। অথচ সেই চলন্ত টোটোতেই চলছে চোলাইয়ের কারবার! এমনই অবৈধ ব্যবসায়ীদের ধরতে অভিযানে নেমে বড়সড় সাফল্য আবগারি দপ্তরের। কয়েকশো লিটার চোলাই মদ-সহ কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বালুরঘাট ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে মাঝেমধ্যেই ভ্রাম্যমান চোলাই ও মদের কারবারের খবর পায় আবগারি দপ্তর। কিন্তু হাতেনাতে ধরা যাচ্ছিল না এই কারবারে যুক্তদের। অবশেষে গত কয়েকদিন ধরেই সাদা পোশাকে বিভিন্ন এলাকায় ওঁৎ পেতে থাকেন আবগারি দপ্তরের কর্মীরা। গত কয়েকদিনে একাধিক টোটোয় তল্লাশি চালানো হয়। যা থেকে অন্তত ৫০০ লিটার চোলাই-সহ অন্যান্য মদ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঘর গ্রাম থেকে ১০৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
[আরও পড়ুন: যৌনতার পরেও পিতৃত্ব অস্বীকার! সদ্যোজাতকে ‘বাবুর বাড়ি’র সামনে রেখে গেলেন পরিচারিকা]
আবগারি দপ্তরের বালুরঘাট সদর সার্কেলের ওসি কার্তিক চন্দ্র দে বলেন, “বিশ্বাসযোগ্য সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে আমাদের অভিযান। প্রথমে সাদা পোশাকে এই সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। এর পর নাকা চেকিং এবং পেট্রলিংয়ের সময় অভিযান চালিয়ে চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে ৩ মহিলা-সহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।” চকভৃগু এলাকার বাসিন্দা নীরেন মাহাতো বলেন, “এই চোলাই মদের নেশায় সাংসারিক অশান্তি বাড়ছে। নেশার টাকা জোগাড় করতে না পেরে অপরাধ জগতে পা রাখছে অনেকে। দিনের পর দিন এমন চোলাই ও মদের রমরমা বেড়ে যাচ্ছিল। আবগারি দপ্তরের অভিযানে কারবারীরা অসাধু কাজ বন্ধ করবে বলেই আশা।