সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরই নস্ট্যালজিয়ায় ডুব দেবেন ক্রিকেটপ্রেমীরা। কারণ শনিবার ঠিক সন্ধে সাতটায় ওয়াংখেড়ের বাইশ গজে ব্যাট হাতে নামবেন ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর। সঙ্গী হবেন বীরেন্দ্র শেহওয়াগ। উলটোদিকে খেলবেন ব্রায়ান লারা। এককথায় ক্রিকেটের আকাশের নক্ষত্ররা এদিন অবতীর্ণ হবেন মুম্বইয়ের স্টেডিয়ামে।
বুটজোড়া তুলে রেখেছিলেন প্রায় আট বছর আগে। কিন্তু তারপরও ক্রিকেটের সঙ্গে ওতপ্রতোভাবে যুক্ত থেকেছেন। কখনও আমেরিকায় ব্যাট হাতে ক্রিকেট প্রচার করেছেন, তো কখনও ধারাভাষ্যকর হিসেবে ক্রিকেটারদের নিয়ে কাঁটাছেড়া করেছেন। তবে এবার বেশ কয়েক বছর পর সরাসরি বাইশ গজে ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সৌজন্যে একলহমায় ভারতীয় ক্রিকেটের সুবর্ণ যুগ ফিরবে ওয়াংখেড়েতে। বিষয়টা ভেবেই দারুণ খুশি শেহওয়াগ। আরও একবার শচীনের সঙ্গে খেলার সুযোগ পাওয়ায় আপ্লুত তিনি।
[আরও পড়ুন: ২৫ বছরের কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা রনজি ট্রফির সফলতম তারকার]
প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, “টুর্নামেন্টটার জন্য মুখিয়ে আছি। কারণ এখানে আরও একবার শচীনের সঙ্গে খেলার সৌভাগ্য হবে। একসঙ্গে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি আমরা। মাঝে ছেদ পড়েছিল। তারপর আবার অল-স্টার ম্যাচে খেলেছিলাম। আবার সুযোগ এসেছে। শচীনের সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছি।” পথ সচেতনতার উদ্দেশ্যে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করে বীরু বলেন, “পথ সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত মহৎ উদ্যোগ নিয়েছে সরকার।”
এদেশে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি দেশ। যার প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের পাশাপাশি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকাদেরও দেখা মিলবে। ভারতীয় দলে শচীন-শেহওয়াগ ছাড়াও রয়েছেন যুবরাজ সিং, জাহির খানের মতো কিংবদন্তিরা। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ব্রেট লি, ব্র্যাড হজ, জন্টি রোডস, মুথাইয়া মুরলিথরন, তিলকরত্নে দিলশান, অজন্তা মেন্ডিস-সহ অন্যান্যরা। সিরিজের কমিশনারের ভূমিকায় থাকছেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় হরমনপ্রীত, রোহিতের রেকর্ড ভাঙার সামনে শেফালি]
The post আজ মুখোমুখি শচীন-লারা, মাস্টার ব্লাস্টারের সঙ্গে ফের খেলার সুযোগ পেয়ে আপ্লুত শেহওয়াগ appeared first on Sangbad Pratidin.