shono
Advertisement

Breaking News

Jay Shah

'আমি তো কেবলই আহ্বায়ক', চুক্তি থেকে ঈশানদের ছাঁটাই করলেন কে? ফাঁস জয় শাহের

কার নাম বললেন জয় শাহ?
Published By: Krishanu MazumderPosted: 03:34 PM May 10, 2024Updated: 03:44 PM May 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চুক্তি নবীকরণের সময়ে এই দুই তারকা ক্রিকেটারের কথা ভাবাই হয়নি। বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষান ও আইয়ারের উপরে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবং সেই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরানো হয়েছে তাঁদের।
এতদিন পর্যন্ত এবিষয়ে মন্তব্য করতে শোনা যায়নি বোর্ডের সচিব জয় শাহকে (Jay Shah)। এবার সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়েছেন এককভাবে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। জয় শাহ আরও জানান, কেউই অপরিহার্য নয়।

Advertisement

 

[আরও পড়ুন: টানা চার ম্যাচে জয়, কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে আরসিবি?]

২০২২-২৩ মরশুমের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সি ক্যাটেগরিতে ছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। শ্রেয়স আইয়ার ছিলেন বি ক্যাটেগরিতে। কিন্তু বারবার রনজি ট্রফি খেলার নির্দেশ দেওয়া সত্ত্বেও উপেক্ষা করেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার। তার পরেই শোনা যায়, রনজি না খেলার শাস্তি হিসাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হবে শ্রেয়স (Shreyas Iyer) ও ঈশানকে। বোর্ড সচিব জয় শাহ বলছেন, ''আপনারা বোর্ড সংবিধান দেখতে পারেন। আমি কেবল আহ্বায়ক। ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত পুরোপুরি অজিত আগরকরের। আমার ভূমিকা কেবল কার্যকর করা। সঞ্জুর মতো নতুন প্লেয়ারকে পেয়েছি আমরা। কেউই অপরিহার্য নয়।'' জয় শাহ আরও একবার মনে করিয়ে দেন, ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে ক্রিকেটারদের।

[আরও পড়ুন: দ্রাবিড়ের বিদায় নিশ্চিত? ভারতীয় দলের কোচ খুঁজতে বিজ্ঞাপন দেওয়ার পথে বিসিসিআই]

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
  • চুক্তি নবীকরণের সময়ে এই দুই তারকা ক্রিকেটারের কথা ভাবাই হয়নি।
  • বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষান ও আইয়ারের উপরে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Advertisement