আকাশ মিশ্র: বিতর্ককে সঙ্গে নিয়ে বক্স অফিসে ঝড় তুলছে ‘দ্য কেরালা স্টোরি।’ ইতিমধ্যেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। এরই মাঝে খবরে এল সুদীপ্ত সেন নাকি ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) সিক্যুয়েল বানাতে চলেছেন। সত্যিই কী এমনটা প্ল্যান পরিচালকের? সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে। তাঁর কথায়, ”সেভাবে এখনও কিছু ভাবিনি। আসলে আমরা যখন আলোচনাতে বসি, তখন নানারকম আইডিয়া আসে মাথায়। তবে এখনও সিক্যুয়েলের কোনও চূড়ান্ত প্ল্যান তৈরি হয়নি। সবে তো ১২ দিন হয়েছে ছবিটা মুক্তি পেয়েছে। এখনই কীভাবে ভাবব!”
[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]
সুদীপ্তর কথায়, ”প্রথমে ছবিটা ভাল করে ডিস্ট্রিবিউট করি। যতজনকে ছবিটা দেখাব ভেবেছিলাম, তার পাঁচ শতাংশও এখনও দেখেনি। তাই আগে এই ছবিটা ভাল করে দেখুক সবাই। নতুন ছবির কথা ভাবব জুন মাস থেকে।”
নিষেধজ্ঞা না থাকলেও, তামিলনাড়ুতে দেখানো হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’। সম্প্রতি তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সেখানে এই ছবি নিষিদ্ধ নয়, বরং সিনেমা হলের মালিকরাই দর্শক না পাওয়ার জন্য ছবিটি দেখাতে দিচ্ছেন না। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ্ত বলেন, ”তামিলনাড়ুতে তো ছবি দেখানো শুরুই হয়নি। আসলে ওখানে সিনেমা প্রর্দশন নিয়ে গুন্ডারাজ চলে।”
বাংলা নিষিদ্ধ হওয়ার পর পরই সংবাদ প্রতিদিন ডিজিটালকেই পরিচালক প্রথম জানিয়ে ছিলেন, তাঁরা আইনের পথে হাঁটবেন। বুধবার সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি। তার দিকেই তাকিয়ে রয়েছেন সুদীপ্ত ও ‘দ্য কেরালা স্টোরি’র গোটা টিম। এর মাঝে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে? সুদীপ্তর স্পষ্ট জবাব, ”না এখনও কথা হয়নি। আমি তো কথা বলতেই চাই। আমি তো ওকে ছবিটা দেখার অনুরোধও করেছিলাম।”
বাংলা থেকে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের নিষেধাজ্ঞা উঠলে কলকাতায় আসতে চান পরিচালক। আর বাংলা ছবি? বাংলার গল্প নিয়ে কি ছবি করতে চান? পরিচালক জানালেন, ”বাংলায় ছবি তো বানাতে চাই। তবে আমি যে ধরনের ছবি বানাই সেটা তৈরি করতে লজিস্টিক্যাল সমস্যা রয়েছে। বাংলায় ছবি বানানোটা একটু মুশকিল। তবে অবশ্যই বাংলার গল্প বলতে চাই। কিছু ভাবনা চিন্তা রয়েছে। তবে এখনই সেটা বলার জায়গায় নেই।”
[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]