shono
Advertisement

Breaking News

অসমে ট্রেনে বিস্ফোরণের দায় এড়াল উলফা, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

উত্তর-পূর্বগামী সমস্ত এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ The post অসমে ট্রেনে বিস্ফোরণের দায় এড়াল উলফা, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Dec 02, 2018Updated: 06:05 PM Dec 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে কামাখ্যা-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফারণের প্রায় ১২ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন উত্তর-পূর্ব রেলের কর্তারা৷ রবিবার বিবৃতি দিয়ে উত্তর-পূর্ব রেলের মুখপাত্র নৃপেণ ভট্টাচার্য জানিয়েছেন, বিস্ফোরণে কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞ ও রেল আধিকারিকরা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন৷ চলছে বিভাগীয় তদন্ত৷ ঘটনায় কোনও জঙ্গি যোগ আছে কি না, তাও খতিয়ে দেখার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি৷ একইসঙ্গে রেলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি৷ উত্তর-পূর্ব রেলের তরফে বিবৃতি জারি হতেই বিস্ফোরণের দায় উড়িয়ে দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম বা উলফা৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কামাখ্যা-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণে তাদের সংগঠন কোনওভাবে জড়িত নয়৷

Advertisement

[ভোটে জিততে বাল্যবিবাহে উৎসাহ দিচ্ছেন রাজস্থানের বিজেপি প্রার্থী]

উলফার তরফে দায় এড়ানোর বিবৃতি প্রকাশ্যে আসতেই বিড়ম্বনা বাড়িয়েছে রেলের প্রশাসনিক কর্তাদের৷ দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে৷ উত্তর-পূর্বগামী সমস্ত এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তর-পূর্বগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ চলন্ত ট্রেনে বাড়ানো হয়েছে আরপিএফের সংখ্যাও। পাশাপাশি টার্মিনাল স্টেশনেও থাকছে বাড়তি নজরদারি ব্যবস্থা৷

[গুড মর্নিং নয়, ‘সালাম ওয়ালেকুম’ বলার নির্দেশ, বিতর্কে সরকারি স্কুলের শিক্ষক]

কিন্তু, নিরাপত্তা জোরদার করা হলেও রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীদের একাংশ৷ তাঁদের দাবি, এই ঘটনার পিছনে যদি উলফার কোনও হাত না থাকে, তাহলে চলন্ত ট্রেনে কীভাবে ঘটল বিস্ফোরণ? রেল পুলিশের চোখ এড়িয়ে কীভাবে বিস্ফোরক উঠে এল এক্সপ্রেসের মধ্যে৷ শনিবার সন্ধ্যার এই ঘটনায় রেলের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীদের একাংশ৷

[উধাও স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ, মধ্যপ্রদেশে তুঙ্গে ইভিএম বিতর্ক]

রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও গোটা ঘটনায় দায় উলফার উপর চাপাতে কোমর বেঁধেছে অসম পুলিশ৷ চলন্ত ট্রেনে বিস্ফোরণের পর পুলিশ সুপার রাজবীর সিং জানিয়েছেন, নিম্ন ক্ষমতাসম্পন্ন আইইডি বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়েছে৷ পুলিশের অনুমান, আইইডিটি ট্রেনের চার নম্বর কামরার একটি লটবহর রাখার বাংকারে রাখা ছিল৷ উপরের দিকে থাকায় বিস্ফোরণে বগির ছাদের একটি অংশের কিছু ক্ষতি হয়েছে৷ নিচে বসা কয়েকজন যাত্রী আহত হলেও প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি৷ পুলিশ সুপারের অনুমান, উলফা অথবা অন্য কোনও নিষিদ্ধ সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে৷

The post অসমে ট্রেনে বিস্ফোরণের দায় এড়াল উলফা, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement