সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙাচোরা দল। স্থায়ী অধিনায়ক নেই। নেই একাধিক তারকা ক্রিকেটারও। তা সত্ত্বেও ইডেনে কেকেআর (KKR) ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। আর তাই প্রতিবারের মতো এবারও ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে বৃহস্পতিবার চলবে অতিরিক্ত মেট্রো।
ইডেনের লড়াই ঘিরে উৎসাহের একাধিক কারণ রয়েছে। প্রথমত, করোনা কাল কাটিয়ে তিন বছর পর ক্রিকেটের নন্দনকাননে ফিরছে আইপিএল (IPL 2023)। এটাই এই মরশুমে ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচ। দ্বিতীয়ত, লক্ষ্মীবারে নীতীশ রানাদের মুখোমুখি বিরাট কোহলির আরসিবি। যাদের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে। তাছাড়া কোহলির (Virat Kohli) একটা আলাদা ফ্যানবেস রয়েছে। প্রতিবারই তাই এই ম্যাচটি ঘিরে ক্রিকেটভক্তদের অতিরিক্ত আগ্রহ থাকেই। আর সেই কারণেই খেলার দিন দুয়েক আগেই শেষ প্রায় সমস্ত টিকিট। দাম দিয়েও আর পাওয়া যাচ্ছে না ই অমূল্য বস্তুটি। টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে।
[আরও পড়ুন: চ্যাটবটের প্রেমে পড়ে বিয়েই করে ফেললেন ব্যক্তি! হল ভারচুয়াল আংটি বদলও]
আর শহর কলকাতায় আইপিএল ফিরতেই ফিরছে রাতের মেট্রোও। বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বৃহস্পতিবার অর্থাৎ ৬ এপ্রিল, ১৪ এপ্রিল (শুক্রবার), ২৩ এপ্রিল (রবিবার), ৮ মে (সোমবার), ১১ মে (বৃহস্পতিবার) এবং ২০ মে (শনিবার) রাতে একটি অতিরিক্ত মেট্রো চলবে। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে মেট্রো। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। একই সময়ে এসপ্লানেড থেকেই আরেকটি মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। স্মার্ট কার্ড এবং টোকেনের জন্য ওই সময় খোলা থাকবে টিকিট কাউন্টার।
উপরের উল্লেখিত দিনগুলিতে ম্যাচ রয়েছে ইডেনে। সাধারণত, সাড়ে ৭টা কিংবা ৮টা থেকে কোনও ম্যাচ থাকলে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়। এবারের আইপিএলেও তার ব্যক্তিক্রম হচ্ছে না।