shono
Advertisement

Breaking News

প্রযুক্তির আরও উন্নতিতে ফেসবুকে ভুয়ো খবর রুখে দেওয়া সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা

সত্যনিষ্ঠ তথ্য পরিবেশনে জোর দিতে হবে, শব্দ ও ভাষা প্রয়োগেও৷ The post প্রযুক্তির আরও উন্নতিতে ফেসবুকে ভুয়ো খবর রুখে দেওয়া সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM May 28, 2019Updated: 05:27 PM May 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের দিনে আপডেট থাকতে সোশ্যাল মিডিয়ার অবদান যে সবচেয়ে বেশি, তা নিয়ে সংশয় নেই বিন্দুমাত্র৷ তবে আশঙ্কা অন্যত্র৷ তাড়াতাড়ি সব খবর হাতের মুঠোয় রাখার জন্য ভুল তথ্য না হাতে চলে আসে এবং তা মানুষকে বিভ্রান্ত না করে৷ বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখে দেওয়া যায় সহজেই৷ এবং তাতে ব্যবহারকারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷

Advertisement

[আরও পড়ুন : ভুয়ো খবর রুখতে পলিসি মেনে কাজ করছে ফেসবুক]

অনেক সময় ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বক্তব্য, নৃশংস ভিডিও, পর্নোগ্রাফির মতো বিষয়বস্তু ছড়িয়ে পড়ে অচিরেই৷ ফেসবুকের নজরে পড়ামাত্রই তা পাতা থেকে সরিয়ে নেওয়া হয়৷ এটি সচেতনতার বিষয়৷ তবে সচেতনতার পাশাপাশি সাধারণ ইউজারদের জন্য প্রযুক্তিরও হদিশ দিচ্ছে ফেসবুক৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটারে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে ভুয়ো খবর ছড়িয়ে পড়া রোখা যেতেই পারে৷ বলা হচ্ছে, যা কিছু খারাপ, তা সবচেয়ে দ্রুত সরিয়ে ফেলতে হবে৷ কারণ, খারাপ বিষয় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না৷ তাই তা ছড়ানোর আগেই রুখতে হবে৷

উদাহরণ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ তুলে ধরছে আত্মহত্যার কথা৷ আত্মহত্যা এমনই একটি স্পর্শকাতর বিষয়, যার উপর জীবন এবং মৃত্যু একেবারে নির্ভরশীল৷ তাই কেউ যদি ফেসবুকে আত্মহত্যা করবে বলে ঘোষণা করে, তাহলে একটি উদ্ধারকারী দলও তৈরি থাকে, যারা দ্রুতই ইউজারকে বাঁচাতে পারবে৷ আর সেই দলটি তৈরি করতে এগিয়ে আসতে হবে বাকি ইউজারদের৷ যাতে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে না ঘটতে তা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে৷  

[আরও পড়ুন : জানেন, ভুয়ো খবর ছড়াতে ফেসবুককে কীভাবে সাহায্য করেন ইউজাররা?]

ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে আরও একটি সহজ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ বলা হচ্ছে, কোনও বিষয়ে একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা শেয়ার করবেন না৷ নিশ্চিত হতে আরও বেশি বেশি তথ্য জানার চেষ্টা করতে হবে৷ মানুষের মনের উপর কোনও নৃশংস ঘটনার প্রভাব কীভাবে পড়তে পারে, তা নিয়েও একটি দল কাজ করবে৷ আর সেই সমীক্ষা অনুযায়ী ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে তৎপর হতে হবে৷ সর্বোপরি, প্রযুক্তিকে সফলভাবে কাজ করতে হলে, আরও বেশি প্রশিক্ষিত হতে হবে৷ ভাষা, শব্দ প্রয়োগে আরও সচেতনতা প্রয়োজন৷ ফেসবুকের নিজের দখলে যে শব্দভাণ্ডার আছে, তা অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে অনেকটাই বেশি৷ তাই কোনও আপত্তিকর শব্দ ফেসবুক কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাওয়া সম্ভব নয়৷ অন্যান্য মিডিয়াকেও এই শব্দভাণ্ডারের আয়তন বাড়াতে হবে৷ এসব নিয়মমতো মেনে চললেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, অপপ্রচার ছড়িয়ে পড়া রোখা যেতে পারে৷ সকলকেই এবিষয়ে সতর্ক হতে হবে৷ কোথাও কোনও সন্দেহজনক তথ্য দেখলেই তা বিচারবুদ্ধি দিয়ে নিজেদের উদ্যোগী হয়ে রুখে দিতে হবে৷

The post প্রযুক্তির আরও উন্নতিতে ফেসবুকে ভুয়ো খবর রুখে দেওয়া সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement