অর্ণব আইচ: পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই ভুয়ো পরীক্ষার্থী। দুই তরণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ধৃতরা তাঁদের খোঁজে চলছে তল্লাশি। গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টায় পুলিশ।
জানা গিয়েছে, রবিবার পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। নিউ মার্কেটের একটি কেন্দ্রে পরীক্ষা দিতে আসে দুই তরুণী। তাঁদের কাছে অ্যাডমিট-সহ যাবতীয় নথি ছিল। ফলে প্রাথমিকভাবে কোনও সমস্যা হয়নি। তবে বায়োমেট্রিক পরীক্ষার সময় দেখা যায় দুই পরীক্ষার্থীর হাতের ছাপ মিলছে না। এতেই সন্দেহ হয়। এর পর চেপে ধরতেই প্রকাশ্যে আসে চাঞ্ল্যকর তথ্য।
[আরও পড়ুন: মিড ডে মিলে পচা ডিম! প্রতিবাদ করতেই অভিভাবকের কানে ‘কামড়’ অঙ্গনওয়াড়ি কর্মীর]
সূত্রের খবর, ধৃতদের নাম রুবি কুমারী ও পুনম কুমারী। তাঁরা দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা। মালদহের গাজোলের দুই বাসিন্দার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তাঁরা। ওই দুজনের নাম মনিকা মুর্মু ও বনিতা টুডু। জানা গিয়েছে, ভুয়ো পরীক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই গোটা তথ্য প্রকাশ্যে এসেছে। কিন্তু কীভাবে মালদহে ওই বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ হল ঝাড়খণ্ডের তরুণীদের? যোগ সূত্রই বা কে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।