shono
Advertisement

কলকাতায় জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস, ধৃত ৯

ভারতীয় সাজিয়ে বাংলাদেশিদের পাঠানো হত ইউরোপে। The post কলকাতায় জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস, ধৃত ৯ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 AM Mar 20, 2018Updated: 04:44 PM Aug 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো কাগজপত্র নিয়ে বাংলাদেশিদের ভারতীয় সাজিয়ে ইউরোপে পাঠাত একটি চক্র। এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলকাতা ও বর্ধমান থেকে ৯ জনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের মধ্যে রয়েছে দু’জন বাংলাদেশিও। ধৃতরা প্রাথমিকভাবে গোয়েন্দাদের জানিয়েছে, তারা চাকরির জন্যই ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। কিন্তু ওই বাংলাদেশিরা নিজেদের দেশ থেকে ভিসা পাচ্ছে না বলেই জাল কাগজপত্র নিয়ে কলকাতা থেকে যাচ্ছে বিদেশে। বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, গোয়েন্দা পুলিশ তা জানার চেষ্টা করছে।

Advertisement

[মরা মুরগিতে মিশছে ফরমালিন, নজরে সস্তার বিরিয়ানি]

গোপন সূত্রে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন যে, ‘শেংগেন ভিসা’ নিয়ে বাংলাদেশ থেকে আসা বহু যুবক যাচ্ছে ইউরোপের বিভিন্ন  দেশে। খবর পেয়েই গোয়েন্দারা শুরু করেন তদন্ত। জানা যায়, বেশ কিছু বাংলাদেশি যুবক টুরিস্ট ভিসা নিয়ে আসে কলকাতায়। এখানেই একটি চক্রের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হয় কলকাতা ও বর্ধমানের কয়েকজনের সঙ্গে। তারাই ওই বাংলাদেশিদের জাল পরিচয়পত্র ও তারই ভিত্তিতে জাল পাসপোর্ট তৈরি করে দেয়। সেই পাসপোর্ট নিয়েই গত আট মাসে ‘শেংগেন ভিসা’ পেয়ে বিদেশে গিয়েছে বেশ কিছু বাংলাদেশি। এই ঘটনায় চক্রের পাঁচ মাথা শেখ জাহাঙ্গির, সঞ্জয় প্রসাদ, মহম্মদ নাসিরুল্লাহ, শেখ সফিকুল্লাহ ও ওয়াসিমকে জেরা চলছে।

দুই বাংলাদেশি মানিক হাসান ওরফে রমজান শেখ ও মহিরুদ্দিন মোল্লা ওরফে আজিজকে জেরা করে কাদের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, তা জানার চেষ্টা চলছে। এই চক্রটি কতজন বাংলাদেশিকে ইউরোপে পাঠিয়েছে ও বিদেশে যাওয়ার পর তারা কী কাজ করছে, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। খোদ শহরের বুকেই জালিয়াতি চক্রের রমরমায় হতবাক প্রশাসন। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বড়সড় চ্যালেঞ্জ এহেন অসাধু চক্র। জাল নথি দিয়ে বিদেশে জঙ্গিদের পাচারের ক্ষেত্রেও এরা জড়িত থাকতে পারে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

[দিল্লির ছবি ফিরল শিলিগুড়িতে, ধোঁয়ার জেরে শ্বাসকষ্টে কাবু বাসিন্দারা]

The post কলকাতায় জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস, ধৃত ৯ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার