শেখর চন্দ্র, আসানসোল: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন শ্রমিক। বেশ কয়েকদিন ধরে চিকিৎসা চলার পর বৃহস্পতিবার মৃত্যু হয় সাহেবলাল মুর্মু নামে ওই শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে ডিভিসি কল্যাণেশ্বরী সাবস্টেশনের গেটের সামনে মৃতদেহ রেখে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে বাসিন্দারা যে বিক্ষোভ শুরু করেন, শুক্রবারও তা অব্যাহত।
[আরও পড়ুন: নীল চাষিদের হাহাকার নিয়ে আজও দাঁড়িয়ে ৪০০ বছরের ‘শিবকুঠি’, ফিরে দেখা ঐতিহাসিক নিদর্শন]
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে কুলটি(kulti) থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডিভিসির কল্যাণেশ্বরী সাবস্টেশনে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন সাহেবলাল। তার পর তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুরের(Durgapur) একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার মৃত্যু হয় সাহেবলালের।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল(Asansol) জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর ক্ষতিপূরণের দাবিতে পরিবার ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধামসা-মাদল নিয়ে কল্যানেশ্বরী দেন্দুয়া রোডের ডিভিসি সাবস্টেশনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার রাত পার করে এখনও মৃতদেহ রেখে চলছে অবস্থান বিক্ষোভ।
[আরও পড়ুন: নজরে সন্দেশখালি কাণ্ড, আগামী সপ্তাহে হাবড়ায় জনসভা মুখ্যমন্ত্রীর]