shono
Advertisement

কনফার্ম টিকিটেও মেলেনি সিট, ট্রেনের শৌচালয়ের সামনে বসে সফর পরিবারের

ডাউন পদাতিক এক্সপ্রেসে ভয়ঙ্কর অভিজ্ঞতা উত্তর কলকাতার বাসিন্দাদের৷ The post কনফার্ম টিকিটেও মেলেনি সিট, ট্রেনের শৌচালয়ের সামনে বসে সফর পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:19 PM Oct 31, 2018Updated: 08:19 PM Oct 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল উত্তর কলকাতার একটি পরিবারকে৷ পদাতিক এক্সপ্রেসে করে ফিরবেন বলে চারমাস আগেই টিকিট কেটে রেখেছিলেন হাতিবাগানের চিত্তরঞ্জন পাল৷ কনফার্ম-ও হয়ে গিয়েছিল টিকিটগুলি৷ কিন্তু ট্রেনে উঠে যা ঘটল তা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে গোটা পরিবারকে৷ কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও মিলল না একটিও সিট৷ শেষে শৌচালয়ের সামনে বসে এনজিপি থেকে কলকাতায় ফিরতে হল গোটা পরিবারকে৷

Advertisement

[লোকসভায় বিজেপির বিরুদ্ধে মমতার অস্ত্র মোদির ভাই! ব্যাপারটা কী?]

ঘটনার ন্যায় বিচার চেয়ে ইতিমধ্যে রেল ও ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন চিত্তরঞ্জন বাবু৷ তাঁর অভিযোগ, চার মাস আগে ডাউন পদাতিক এক্সপ্রেসে ফেরার টিকিট কেটেছিলেন তিনি৷ টিকিট কনফার্ম-ও হয়ে যায়৷ কিন্তু টিকিট কাটা থাকলেও মেলেনি সিট৷ রেল আধিকারিকদের বললেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি৷ পুজোর পর পরিবার নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে যান চিত্তরঞ্জন বাবু৷ জানান, এমন চরম অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তা কল্পনাও করতে পারছেন না৷ কোনওক্রমে শৌচালয়ের সামনে বসে এনজিপি থেকে শিয়ালদহে ফিরেছেন তাঁরা৷ কলকাতায় এসেই রেল ও ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন হাতিবাগানের এই পরিবারটি৷ সূত্রের খবর, ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ৷ পরিবারটির সমস্ত টিকিট চেয়ে পাঠান হয়েছে৷ পাশাপাশি, ডাউন পদাতিক এক্সপ্রেস ওইদিনের যে আধিকারিকরা কাজ করছিলেন তাঁদেরও ডেকে পাঠান হয়েছে৷

[অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতার বই]

রেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই৷ মাঝে মধ্যেই রেলের বিরুদ্ধে খারাপ খাবার পরিবেশনের অভিযোগ ওঠে৷ বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তেরও আশ্বাস দেয় আইআরসিটিসি৷ কিন্তু তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে৷ রেলের গাফিলতিতে কয়েক সপ্তাহ আগেই সাঁতরাগাছি স্টেশনে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা৷ একই সঙ্গে প্ল্যাটফর্মে একাধিক ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে যায়৷ ঘটনায় মৃত্যু হয় দু’জনের৷ গুরুতর জখম হন অনেকেই৷

The post কনফার্ম টিকিটেও মেলেনি সিট, ট্রেনের শৌচালয়ের সামনে বসে সফর পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement