shono
Advertisement

হাঁসখালি গণধর্ষণ ও খুন: দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেল মৃতার পরিবার

এপ্রিল মাসে বন্ধুর জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় কিশোরী।
Posted: 06:47 PM Dec 20, 2022Updated: 06:47 PM Dec 20, 2022

গোবিন্দ রায়: হাই কোর্টের (High Court) ভর্ৎসনার পর অবশেষে আর্থিক সাহায্য পেল হাঁসখালি নির্যাতিতার পরিবার। সোমবার তাঁদের হাতে টাকা তুলে দেয় রাজ্য সরকারের লিগ্যাল লিগাল এড সার্ভিস অথিরিটি।

Advertisement

গত এপ্রিল মাসে বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের ছেলে ও তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনার জল গড়ায় আদালতে। মৃতের পরিবারকে রাজ্যের তৈরি করা স্কিম অনুযায়ী আর্থিক সাহায্য না দেওয়ায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানেই ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কাজ হয়নি। বরং মামলা পিছনোর আরজি করে লিগ্যাল এইড সার্ভিস অথিরিটি।

[আরও পড়ুন: দরজা খুলতেই গুলি চালাল দুষ্কৃতী! প্রতারণার ছক ফাঁস করতে গিয়ে গুরুতর জখম পুলিশ]

মামলার শুনানিতে আর্থিক সাহায্য নিয়ে এই টালবাহানায় বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি রাজ্যের লিগ্যাল এইডের আইনজীবীকে বলেন, “লিগ্যাল সার্ভিস অথরিটিকে আরও দায়িত্বশীল হতে হবে। কিছু অস্পষ্ট শব্দ বলে ব্যাপারটা আড়াল করার চেষ্টা হচ্ছে। আপনাদের জন্য কত মানুষ ভুগছে। এত গুরুতপূর্ণ মামলায় কেন আপনারা ইনস্ট্রাকশন না নিয়ে আসেন? দায়সারা ভাবে কাজ হয় না। যেখানে নির্দিষ্ট স্কিম আছে, সেখানে আবার আলাদা ইনস্ট্রাকশন দরকার কী?” দ্রুত আর্থিক সাহায্য মৃতার পরিবারে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশেই কাজ। জনস্বার্থ মামলার শুনানিতে লিগল সার্ভিসের তরফে জানানো হয়েছে, সোমবার ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মৃতার পরিবারকে। হাঁসখালি কাণ্ডে এক কোটি টাকা আর্থিক সাহায্য দাবি করে একটি মামলা করা হয়েছিল। সেটির শুনানি ৩০ জানুয়ারি।

[আরও পড়ুন: ‘লোকটা চরিত্রহীন, একসঙ্গে থাকা যায় না’, সৌমিত্র খাঁয়ের কাছে ডিভোর্স চেয়ে আদালতে সুজাতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement