সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাটের বাক্সে লুকোনো তিন শিশুর দেহ। মা-বাবা মৃত অবস্থায় পড়ে মেঝেতে। উত্তরপ্রদেশের মীরাটে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার রাতে একপ্রকার ফিল্মি কায়দায় ওই পাঁচ দেহ উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনা মীরাটের লিসাদি গেট থানা এলাকার।
পুলিশ সূত্রের খবর, ওই বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যদেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্দেহজনক কিছু ঘটেছে ভেবে তাঁদের আত্মীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালাবদ্ধ বাড়িতে ঢুকতে না পেরে ছাদ দিয়ে ভিতরে ঢোকে। ঘরে ঢুকতেই পুলিশকর্মীদের চোখ ছানাবড়া হয়ে যায়। তাঁরা দেখতে পান মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন বাড়ির মালিক মইন ও তাঁর স্ত্রী আসমা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খাটের বাক্স থেকে উদ্ধার হয় তাঁদের তিন মেয়ে, আফসা, আজিজা, এবং আদিবার দেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই পাঁচজনকেই খুন করা হয়েছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তদন্তকারীরা জানাচ্ছেন, যেভাবে বাড়ির তালাবদ্ধ অবস্থাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেছিল, তাতে মনে হচ্ছে কোনও পরিচিতই এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের একজনের পা বিছানার চাদর দিয়ে বাঁধা ছিল। তাতে খুনের তত্ত্ব আরও জোরালো করছে। তবে এর পিছনে কারা জড়িত সেটা নিয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।
পুলিশ সূত্রের খবর, ওই পরিবারটি খুব সম্প্রতি অন্য এলাকা থেকে লিসাদি গেট এলাকায় গিয়েছিল। মইন পেশায় মেকানিক। কাদের সঙ্গে সে ওঠাবসা করত, কোনও অপরাধ চক্রের সঙ্গে যোগ ছিল কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে।