সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে মাঠের ভিতরে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। বিরাট কোহলির (Virat Kohli) পা ছুঁতে দেখা গিয়েছিল তাঁকে। ভক্তের ভগবান কোহলি।
বিরাটকে ছোঁয়া-দেখার বড় মূল্য চোকাতে হল সেই ভক্তকে। সংশ্লিষ্ট সেই ভক্তের মনে অন্য কোনও অভিসন্ধি ছিল না। কোহলির সঙ্গে দেখা করা এবং তাঁকে ছোঁয়া ছাড়া দ্বিতীয় কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু সেই ভক্তকেই নিরাপত্তারক্ষীর হাতে উত্তম মধ্যম হজম করতে হল।
[আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে হারের পরে বিশাল অঙ্কের জরিমানা গিলকে, কিন্তু কেন?]
একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে ভক্তটিকে মাঠের বাইরে নিয়ে নিরাপত্তারক্ষীরা ব্যাপক মারধর করছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
এই ধরনের ঘটনার পরে ভক্তদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। তারকা ক্রিকেটারদের প্রতি ভক্তদের শ্রদ্ধা-সমীহ-ভালোবাসা থাকাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখা হওয়ার পরে যদি পরিণাম এমন হয়, তাহলে কিন্তু বিষয়টা চিন্তার। কোহলির ভক্তের ব্যাপক মারধর হজম করা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল।