shono
Advertisement

Breaking News

উর্বশীকে দেখামাত্রই ‘পন্থ, পন্থ’চিৎকার দর্শকদের, লাজে রাঙা হলেন অভিনেত্রী 

ঘটনার ভিডিও শেয়ার করে উর্বশী লিখেছেন, এই ভালবাসাই এগিয়ে নিয়ে যায়।
Posted: 03:57 PM Jan 12, 2023Updated: 03:57 PM Jan 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড সুন্দরী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে ঋষভ পন্থের নাম। ভারতীয় ক্রিকেটার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই একাধিকবার ইঙ্গিতবাহী পোস্ট করেছেন উর্বশী ও তাঁর মা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকার হন অভিনেত্রী। এবার একটি অনুষ্ঠানেও সরাসরি নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন উর্বশী। নতুন ছবির প্রচারের সময়ে উর্বশী মঞ্চে উঠতেই পন্থের নাম ধরে চিৎকার করতে থাকেন উপস্থিত জনতা। নিজের বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার থেমে যেতে হয় অভিনেত্রীকে। তবে অনুষ্ঠানের ওই অংশের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার উর্বশী লিখেছেন, এই ভালবাসায় তাঁকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

Advertisement

উর্বশীর যে পন্থের প্রতি দুর্বলতা আছে, সেটা এখন ‘ওপেন সিক্রেট’। পন্থের প্রতি ভালবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তাঁর খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ (Rishabh Pant)। ঋষভের দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নাম না করে তাঁকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন বলি সুন্দরী। তাঁর পোস্ট থেকে জল্পনা ছড়ায়, অসুস্থ পন্থকে দেখতে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালেও পৌঁছে গিয়েছেন উর্বশী।

[আরও পড়ুন: ‘নাতু নাতু’ গানের গোল্ডেন গ্লোব পাওয়ার মুহূর্তে কার্যতই নীরব প্রেক্ষাগৃহ! ক্ষুব্ধ ভারতীয়রা]

পরবর্তী ছবি ওয়ালটার ভিরায়ার প্রচার করতে বিশাখাপত্তনমে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চে উঠে নিজের বক্তব্য শুরু করতেই উপস্থিত জনতা পন্থের নাম ধরে চিৎকার করতে থাকেন। ভারতীয় ক্রিকেটারের নাম শুনে প্রথমে খানিকটা লজ্জায় পড়ে যান উর্বশী। তবে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। দক্ষিণী তারকা চিরঞ্জীবী সম্পর্কে প্রশংসা করছিলেন উর্বশী। কিন্তু দর্শকের চিৎকারে থামতে বাধ্য হন তিনি। অবশেষে চিৎকারের মধ্যেই নিজের কথা শেষ করেন বলিউড সুন্দরী। গোটা ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “সকলে আমাকে এত ভালবাসেন। এই ভালবাসাই আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”

অন্যদিকে, মারাত্মক দুর্ঘটনায় আহত হলেও ধীরে ধীরে সেরে উঠছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আরও এক সপ্তাহ হাসপাতালেই থাকতে হবে পন্থকে। তারপরে হয়তো ছাড়া পাবেন তিনি। আপাতত ওয়াকার নিয়ে হাঁটা শুরু করবেন পন্থ। অবস্থার উন্নতি হলে নিজে থেকে হাঁটবেন তিনি। ইতিমধ্যেই জানা গিয়েছে, আগামী ছয় মাস মাঠে নামতে পারবেন না ঋষভ। ভারতীয় উইকেটকিপারের দুই পায়ের লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে, তা নিয়েই চিন্তিত চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘আমাদের ছবি তো নাচ-গানের নয়’, ‘পাঠান’-এর সঙ্গে ‘যুদ্ধ’ নিয়ে মন্তব্য ‘গান্ধী-গডসে’ ছবির পরিচালকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement