সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার যেন চোখে আঙুল দিয়ে বিরাট কোহলি যেন বুঝিয়ে দিচ্ছেন, অনিল কুম্বলেকে পছন্দ করেন না তিনি৷ আর এক স্পোর্টসম্যানের এমন ‘অখেলোয়াড়োচিত’ আচরণ কোনওভাবেই মেনে নিতে পারছেন না ক্রিকেটভক্তরা৷
মঙ্গলবার জন্মদিনের শুভেচ্ছায় অনিল কুম্বলেকে শুধু ‘প্রাক্তন ভারতীয় বোলার’ হিসেবে সম্বোধন করে টুইট করেছিল বিসিসিআই৷ আর তাতেই চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছিলেন নেটিজেনরা৷ কুম্বলের পাশে দাঁড়িয়ে সুর চড়ান তাঁরা৷ জাম্বোকে ন্যূনতম সম্মানটুকু কেন দেখাচ্ছে না বিসিসিআই? কেন প্রাক্তন অধিনায়ক ও কোচ সম্বোধন না করে তাঁকে শুধু বোলার বলা হল? এভাবে অনিলভাইকে ‘অপমান’ করা হয়েছে বলেই মত ক্রিকেটপ্রেমীদের৷ শেষমেশ বিসিসিআই যাও বা নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিরাটের ক্ষেত্রে তেমন কিছুই দেখা গেল না৷ ভারতীয় ক্রিকেট টিমের নেতার ভাবটা এমন, তাঁর কাছে জাম্বোর কোনও অস্তিত্বই নেই! কারণ মঙ্গলবার নিজের প্রাক্তন কোচকে জন্মদিনের শুভেচ্ছাটুকুও জানানোর প্রয়োজন মনে করেননি তিনি৷
[ভাইয়ের বউকে নির্যাতন, অভিযোগ এবার যুবরাজের বিরুদ্ধে]
বাইশ গজে যতই অজিবাহিনীর বিরুদ্ধে সিরিজ জিতুক, যতই তাঁর নামের পাশে যুক্ত হোক নতুন নতুন রেকর্ড, মাঠের বাইরের এই কোহলির আচরণ একেবারেই নাপসন্দ কুম্বলে ভক্তদের৷ অথচ এমনটা মোটেই নয় যে ব্যস্ততার কারণে টুইটই করেননি ক্যাপ্টেন কোহলি৷ মঙ্গলবার গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসা করে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন৷ সঙ্গে আইএসএল-এ নিজের দল এফসি গোয়াকেও উৎসাহ দিতে দেখা যায় তাঁকে৷ কিন্তু কুম্বলেকে শুভেচ্ছা? নৈব নৈব চ! একদিকে যখন বীরেন্দ্র শেহবাগ থেকে হরভজন সিং সকলেই জাম্বোকে নিয়ে টুইট করেছেন তখন যেন আরও একবার বিরাট জেনেবুঝেই বিতর্ক জিইয়ে রাখলেন৷
তবে কুম্বলেকে ‘অপমান’ করার ঘটনা নতুন নয়৷ চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই কোহলি-কুম্বলের মধ্যে মনোমালিন্য স্পষ্ট হয়ে উঠেছিল৷ কুম্বলের পদত্যাগের পরও যে সে সম্পর্ক জোড়া লাগেনি, তার উদাহরণ বারবার উঠে এসেছে৷ টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য কোচ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানানোর সময় একবারের জন্যও জাম্বোর নাম মুখে আনেননি ভারতীয় অধিনায়ক। শুধু তাই নয়, শিক্ষক দিবসেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার, ব্রায়ান লারা, স্টিভ ওয়াদের নামাঙ্কিত ছবি পোস্ট করে বিশ্বের সমস্ত শিক্ষককে শুভেচ্ছা জানালেও সেখানে কুম্বলের কোনও উল্লেখ ছিল না। আর এবার কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা না জানানোয় সোশ্যাল সাইটে বিরাটের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেন ক্রিকেটপ্রেমীরা৷ এ বিতর্ক যে সহজে থামার নয়, সেই ইঙ্গিতই ফের মিলল৷
[রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে যুব বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড]
The post কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছাই জানালেন না বিরাট, ক্ষুব্ধ নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.