সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন ফারহান আখতার। চরিত্রের জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন তিনি। এবার অভিনতাকে দেখা যাবে এক বক্সারের চরিত্রে। ছবির নাম ‘তুফান’। তবে এই চরিত্রটি কোনও বক্সারের জীবন নিয়ে তৈরি হচ্ছে না ছবিটি। একাধিক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়্ছে চিত্রনাট্য। ছবিটি পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহেরা।
ছবির ফার্স্ট লুক শেয়ার করে ফারহান লিখেছেন, ছবিটি পরের বছর ২ অক্টোবর মুক্তি পাবে। এটিই ছবির প্রথম পোস্টার। পোস্টারে অভিনেতাকে বক্সিং রিংয়ের মধ্যে দেখা গিয়েছে। একটি সাক্ষাৎকারে অভিনেতা এর আগে জানিয়েছিলেন, অর্জুন রাজাবলি একজন বক্সারের প্রেম কাহিনি লিখেছেন। এটি কোনও বাস্তব চরিত্র নয়। কাল্পনিক চরিত্র। ছবির গল্প নিম্নমধ্যবিত্ত পরিবারকে ঘিরে গড়ে উঠেছে। পৃথিবীর কোথাও বক্সিং ধনীদের খেলা হয়।
‘ভাগ মিলখা ভাগ’-এর মতো এই ছবির জন্যও ফারহান প্রচুর পরিশ্রম করছেন। শোনা যাচ্ছে, ফারহান নাকি এই ছবির জন্য বক্সিংয়ের ট্রেনিংও নিচ্ছেন। পরের বছর আরও দু’টি বক্সিংয়ের ছবি মুক্তি পাচ্ছে। ‘সত্যমেব জয়তে ২’ ও ‘সর্দার উধম সিং’।
আর কিছুদিনের পর, ১১ অক্টোবর মুক্তি পাবে ফারহান আখতারের ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবিতে ফারহান ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও জায়রা ওয়াসিম। জায়রাকে আসলে আয়েষা নামে একটি মেয়ের চরিত্রে দেখা যাবে, যে কি না পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত। দিল্লির মেয়ে আয়েষা চৌধুরি। ১৩ বছর বয়সে এই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। ফুসফুসের এই রোগে রোগী বড়জোর ৩ থেকে ৫ বছর বাঁচে। আয়েষা সেই যুদ্ধ চালিয়েছিল ছ’বছর। আর এই ছ’বছরে সে অজস্র হাল ছেড়ে দেওয়া মানুষকে মূলস্রোতে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মঞ্চ ইঙ্ক কনফারেন্স, টেড টক, এমনকী টেড এক্সেও বক্তব্য রেখেছিল একরত্তি এই মেয়েটা। পরে বইও প্রকাশ করে সে। ঠিক এই চরিত্রটিতেই অভিনয় করেছেন জায়রা। আর জায়রার বাবার ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার।
The post ‘তুফান’ তুললেন ফারহান, দৌড়বিদের পর এবার বক্সারের চরিত্রে অভিনেতা appeared first on Sangbad Pratidin.