সুবীর দাস, কল্যাণী: মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মারা গেলেন চাষি। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার অন্তর্গত কাস্টডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ছেলে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চাষির নাম আমির মণ্ডল। বয়স আনুমানিক বছর ৫০। আহত ছেলের নাম আমজাত মণ্ডল (৩৩)। দুজনে ভোর বেলায় চাষের জমিতে গিয়েছিলেন। আনুমানিক পাঁচটার আশেপাশে বাজ পড়ে আহত হন বাবা- ছেলে। জ্ঞান হারান আমজাত। তবে কিছুক্ষণ পরেই জ্ঞান ফেরে তাঁর।
[আরও পড়ুন: প্রাক্তনীর ‘ধর্ষকে’র শাস্তির দাবিতে অনির্দিষ্টকালীন ধরনায় কল্যাণীর JNM-এর পড়ুয়া চিকিৎসকরা]
কোনও মতে বাড়ি গিয়ে খবর দেন তিনি। তাঁদের তড়িঘড়ি হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আমিরকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণীর জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে, উন্নত চিকিৎসার জন্য আমজাতকে পাঠানো হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে মেমোরিয়াল হাসপাতালে।
মৃতের এক আত্মীয় বলেন, "প্রতিদিনের সকালে মতো জমিতে কাজে গিয়েছিলেন আমির। সঙ্গে বড় ছেলে ছিলেন। সেই সময় বজ্রাঘাতে মারা যান আমির। বড় ছেলে কোনও মতে বাড়িতে এসে খবর দেয়। আমরা তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে গেলে আমিরকে মৃত বলে জানানো হয়।" ঘটনায় শোকের ছায়া এলাকায়।