সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর কয়েক হাজার কোটি টাকার ঋণ৷ ব্রিটেন তাঁকে ফেরতও পাঠাবে না জানিয়েও দিয়েছে৷ তাহলে বিজয় মালিয়ার ঋণখেলাপির দায় কে নেবে? যিনি নিতে পারেন তাঁর নাম মনমোহন সিং৷
নাম দেখে চমকে উঠলেন? চমকে উঠেছিলেন ‘ব্যাঙ্ক অফ বরোদা’র মুম্বই শাখার প্রধানও৷ বিজয় মালিয়ার ঋণের গ্যারেন্টার হিসেবে যাঁর নাম পাওয়া গিয়েছিল, তিনি মনমোহন সিং৷ তখনই ওই ব্যাঙ্ক আ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেন তিনি৷
এই অবস্থায় কী করবেন এই কৃষক? অনেক কষ্টে তিনি ব্যাঙ্ক কর্মীদের বুঝিয়েছেন যে তিনি বিজয় মালিয়ার গ্যারেন্টার হতে পারেন না৷ ছাপোষা কৃষকের কথা শুনে স্থানীয় ব্যাঙ্ক ম্যানেজারও বুঝেছেন সে কথা৷ চিঠি লিখে উর্দ্ধতন কর্তৃপক্ষকে তাঁরা জানিয়েওছেন সে কথা৷ কিন্তু কী করে এরকম একজন কৃষক বিজয় মালিয়ার মতো লোকের গ্যারেন্টার হলেন তাইই ভেবে পাচ্ছেন না কেউই৷
The post বিজয় মালিয়ার ঋণখেলাপির দায় মনমোহন সিংয়ের! appeared first on Sangbad Pratidin.