সোমনাথ রায়, নয়াদিল্লি: পাঁচ দফা দাবিতে ফের পথে নামছেন কৃষকরা। আবারও সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। আগামী একমাসে দেশজুড়েই একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন কৃষকরা।
কৃষকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি দেশের গ্রামে গ্রামে নতুন কৃষি নীতির খসড়া পোড়াবেন কৃষকরা। দেশজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হবে। ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে দেশজুড়ে ট্রাক্টর মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক)। ওইদিন ফের পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা রাজধানী দিল্লিতে প্রবেশ করতে পারেন।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে যদি এ পর্যন্ত কোনও গণআন্দোলন বিব্রত করে থাকে, সেটা কৃষক বিক্ষোভ। ২০২১ সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে। কিন্তু তারপরও সমস্যা মেটানো যায়নি। এখনও পাঞ্জাব-হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রবিরোধী বিক্ষোভে কৃষকরা। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এখনও অনশনে।
এখনও এমএসপির আইনি স্বীকৃতি-সহ মোট পাঁচটি দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দাল্লেওয়াল। এমনকী সুপ্রিম কোর্টও কৃষকদের বিক্ষোভ নিয়ে কেন্দ্রকে বিঁধেছে। শীর্ষ আদালত একপ্রকার বলে দিয়েছে, কৃষক আন্দোলন দমন করার কোনও সদিচ্ছাই সরকারের নেই। এই পরিস্থিতিতে সরকারের ঘুম ভাঙাতে ফের পথে নামছেন কৃষকরা।