shono
Advertisement

Breaking News

বিজেপির ইস্তেহারে ৩৭০ ধারা অবলুপ্তির উল্লেখ, ‘আজাদি’র পক্ষে সুর চড়ালেন নেতারা

আজাদির জন্য আরও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ফারুক আবদুল্লা৷ The post বিজেপির ইস্তেহারে ৩৭০ ধারা অবলুপ্তির উল্লেখ, ‘আজাদি’র পক্ষে সুর চড়ালেন নেতারা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:50 PM Apr 08, 2019Updated: 06:30 PM Apr 08, 2019

মাসুদ আহমেদ, শ্রীনগর: ক্ষমতায় ফিরলে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা তুলে দিতে সচেষ্ট হবে বিজেপি৷ সোমবার ইস্তেহার প্রকাশ করে এই প্রতিশ্রুতি দেওয়ার পরই জম্মু-কাশ্মীরে অশান্তির আবহ তৈরি হয়েছে৷ জম্মু-কাশ্মীরে আংশিক স্বায়ত্তশাসনের অধিকার প্রদান সংক্রান্ত আইন ৩৭০ ধারা৷ কিন্তু জম্মু-কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ হিসেবে রাখতে চেয়ে বিজেপির প্রতিশ্রুতি, ৩৭০ ধারার অবলুপ্তি ঘটানো হবে৷ ইস্তেহার প্রকাশিত হওয়ার পরই এনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার হুঁশিয়ারি, এমনটা হলে দিল্লি যেন মনে না করে কাশ্মীরের ‘আজাদি’-র জন্য আন্দোলন হবে না৷

Advertisement

                                              [ আরও পড়ুন : ঐতিহাসিক জয় হবে, আত্মবিশ্বাসী নাগপুরের ‘স্বপ্নপূর্তি’ নীতীন গড়করি]

সোমবার শ্রীনগরের মুনিয়ারাবাদে ন্যাশনাল কনফারেন্সের এক জনসভায় বক্তব্য রাখছিলেন ফারুক আবদুল্লা৷ তারই মধ্যে বিজেপির ইস্তেহার প্রকাশিত হয়েছে দিল্লিতে৷ তাতেই উল্লেখ রয়েছে, ক্ষমতায় ফিরলে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি অবলুপ্ত করা হবে৷ বিজেপির ইস্তেহারের এই অংশে কেন কাশ্মীরি নেতাদের এত আপত্তি, তা বুঝতে হলে ৩৭০ ধারার বিশ্লেষণ দরকার৷ ভারতীয় সংবিধানের এই ধারা অনুযায়ী, ভারত ভূখণ্ডের মধ্যে জম্মু-কাশ্মীর একটি ব্যতিক্রমী রাজ্য৷ যেখানে প্রতিরক্ষা, বিদেশনীতি ছাড়া অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করতে হলে, রাজ্য সরকারের অনুমোদন দরকার৷ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও অবশ্য প্রয়োজন মনে করলে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে৷ এখন বিজেপির ইস্তেহার অনুযায়ী, ৩৭০ ধারা অবলুপ্ত করা হলে, ভারত সরকার যে কোনও আইন অন্যান্য রাজ্যের মতো জম্মু-কাশ্মীরেও বলবৎ করতে পারবে৷ রাজ্য সরকারের কোনও অনুমোদন লাগবে না৷ ফলে স্বায়ত্তশাসনের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে৷ যদিও এটা বিজেপির বরাবরের স্ট্র্যাটেজি৷ ভারতের অখণ্ডতা রক্ষার যুক্তিতে ৩৭০ ধারা তুলে দিতে চায় বিজেপি৷ এতদিন এনিয়ে কথাবার্তা হলেও, এবার সরাসরি ইস্তেহারে তা প্রকাশিত হল৷ 

                                              [ আরও পড়ুন : কৃষকদরদী ইস্তেহার প্রকাশ, বিজেপির সংকল্পপত্রে ফের রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি]

আর এখানেই জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে মতবিরোধ৷ সেখানকার ক্ষমতাসীন দল রাজনৈতিক স্বার্থেই স্বায়ত্তশাসনের পক্ষে৷ তাই বিজেপির ইস্তেহার দেখামাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বিরোধিতায় নেমেছেন৷ মুনিয়ারাবাদের জনসভায় তাঁর বক্তব্য, ‘দিল্লি কি মনে করছে ওরা ৩৭০ ধারা তুলে দেবে আর আমরা চুপ করে বসে থাকব? ভুল ভাবছে৷ আমরা অবশ্যই এর বিরোধিতা করব৷ ওদের এটা করতে দিন, আমরাও আজাদির জন্য সরব হব৷’ বিজেপির ইস্তেহার এবং ফারুক আবদুল্লার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে জম্মু-কাশ্মীরের অন্দরে৷ অভিজ্ঞ মহলের মতে, অখণ্ডতার যুক্তিতে বিজেপির ইস্তেহারে ৩৭০ ধারা অবলুপ্তির বিষয়টি সমর্থনযোগ্য কি না, তা বিতর্কের বিষয়৷তবে এই পদক্ষেপ কার্যকর হলে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি অগ্নিগর্ভ হবে, তা বলার অপেক্ষা রাখে না৷   

The post বিজেপির ইস্তেহারে ৩৭০ ধারা অবলুপ্তির উল্লেখ, ‘আজাদি’র পক্ষে সুর চড়ালেন নেতারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement