সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজগোজ করতে ভালোবাসেন অনেকেই। প্রায় প্রতিদিনই মেকআপ করেন। কমপক্ষে ৯-১০ ঘণ্টা টানা মেকআপ করে থাকেন। মেকআপ করছেন মানেই ফাউন্ডেশন একেবারে বাধ্যতামূলক। স্কিনটোন অনুযায়ী বেছে বেছে ফাউন্ডেশন ব্যবহার করলেন। আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর তো লাগছে। ত্বকের ক্ষতি হচ্ছে? নাকি প্রতিদিন ফাউন্ডেশন ব্যবহার করলেও তেমন কোনও ক্ষতি হচ্ছে না? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

১. প্রতিদিন ফাউন্ডেশন ব্যবহারের ফলে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। তার ফলে ব্রণর সমস্যা বাড়তে পারে।
২. ফাউন্ডেশন ব্যবহারের পর না পরিষ্কার করলে ত্বকে ময়লা বসে যেতে শুরু করে। তার ফলে ত্বকের উজ্জ্বলতা কমতে থাকে। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ব্রণর সমস্যা বাড়ে।
৪. ফাউন্ডেশন অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক আর্দ্রতা হারায়। স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে থাকে ত্বক।
৫. সময়ের চেয়ে অনেক আগে ত্বক বুড়িয়ে যাওয়ার নেপথ্য কারণও হতে পারে ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবহার।
বিশেষজ্ঞরা বলছেন, তাই ফাউন্ডেশন কেনার ক্ষেত্রে কোনও কার্পণ্য করবেন না। অবশ্যই স্কিনটোনের কথা মাথায় রেখে যেমন ফাউন্ডেশন কিনবেন। ঠিক তেমনই ফাউন্ডেশনে কী কী উপাদান রয়েছে, তা মাথায় রাখতে হবে। বিশেষত, ভিটামিন সি, গ্রিন টি যুক্ত ফাউন্ডেশন ব্যবহার করাই শ্রেয়। আর অবশ্যই ফাউন্ডেশন ব্যবহারের পর ভালো করে মুখ পরিষ্কার করতে হবে। নইলে ত্বকের দফারফা হতে বেশি সময় লাগবে না।