সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোতে বাজি পোড়াতে গিয়ে অনেকেই বিপদে পড়েন। অনেক সময়ে বাজি খারাপ থাকলে, সেটা ফেটে গিয়ে হাতে-পায়ে আগুনের ফুলকি পড়ে। ফলে ত্বকে ফোসকা পড়ে যায়। ক্ষত গভীর হলে ভয় পেয়ে পরিস্থিতি জটিল করবেন না। চিকিৎসকের কাছে অবশ্যই যান। তবে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে হলে ঘরোয়া কিছু টোটকা জেনে নিন।
১) ক্ষতস্থানে অনেকেই পেস্ট ব্যবহার করেন। সেটা একদম নৈব নৈব চ! বরং ঠান্ডা জল দিন। বরফ জল হলে আরও ভাল। তবে পোড়া জায়গায় আবার বরফ ঘষবেন না, যেন।
২) শরীরের কোনও জায়গা বেশি পুড়ে গেলে সেখানে আগে ঠান্ডা জল দিন। তার পর ন্যানো সালফার জাতীয় মলম কিংবা সিলভার সালফা ডায়োজিন প্রয়োগ করুন। এবার একটা গজ লাগিয়ে দিন। এটা হল প্রাথমিক চিকিৎসা। তবে ক্ষত বেশি হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
৩) পোড়া জায়গায় নারকেল তেল ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি বহুদিনের। কারণ নারকেল তেল ঠান্ডা। তাই কিছুটা হলেও জ্বালাভাব কমবে।
৪) গজ দিয়ে বেঁধে রাখুন। কারণ খোলা রাখলে, বাজিতে ব্যবহৃত রাসায়নিক কিংবা বাইরের ধুলোবালি লেগে মারাত্মক সংক্রমণ হতে পারে।
৫) এবং বিশেষভাবে উল্লেখ্য, বাজি পোড়াতে গিয়ে হাতে-পায়ে বা শরীরের কোনও অংশে ফোসকা পড়লে একদম সেপটিপিন বা পিন জাতীয় কিছু দিয়ে খোঁচাবেন না।