সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাশনের আরও এক নাম ফাতিমা সানা শেখ। অভিনেত্রীর বিভিন্ন লুকে মাঝেমাঝেই ঘায়েল হয় নেটপাড়া। ছোট চুলের 'দঙ্গল গার্ল' লুকেই হোক অথবা হাত খোঁপা, বিকিনি কিংবা শাড়ি বা ওয়েস্টার্ন পোশাক, সবেতেই ফাতিমা যেন অনন্যা। ১১ জানুয়ারি, রবিবার চৌত্রিশ বছরে পা রাখলেন অভিনেত্রী। কেতাদুরস্ত সাজে 'ট্রেন্ড সেট' করতে ফাতিমার জুড়ি মেলা ভার। জন্মদিনে দেখে নিন তাঁর বিভিন্ন চর্চিত সাজের সেই ছবিই।
বলে রাখা ভালো, সম্প্রতি গোয়ার বুকে ব্রাউন বিকিনিতে একপ্রকার উষ্ণতা ছড়িয়েছিলেন ফাতিমা। যা নেটপাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এমনিতেই গোয়া সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়া মানেই সিংহভাগেরই পছন্দের তালিকায় থাকে পোশাক হিসেবে বিকিনি।
তবে এখানে সমুদ্রের পাড়ে নয়, বরং পাহাড়ের বুক থেকে নিচে বিপুল জলরাশিতে ঝাঁপ দিয়েছেন ফাতিমা। যা করতে নাকি প্রায় কুড়ি মিনিট সময় নিয়েছেন তিনি। আর তা ফাতিমা জানিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামেই।
তবে শুধু বিকিনিতেই নয়, একইসঙ্গে অভিনেত্রী শাড়িতেও অনন্যা। ঠিক যেমন এই দুধ সাদা শাড়িতে ও সিক্যোয়েন্সের কাজ করা ব্লাউজে ফাতিমা এককথায় অপরূপা। সঙ্গে পরেছেন মানানসই মুক্তো ও রুপোর গয়না, টেনে বাঁধা হাতখোঁপা ও মেকআপে দারুণ মানিয়েছে ফাতিমাকে।
শাড়ির মতোই পশ্চিমী পোশাকেও ফাতিমা মারকাটারি। ব্ল্যাক স্ট্রাইপের সাদা শার্ট ও নেভি ব্লু ট্রাউজারে বেশ মানিয়েছে তাঁকে। সঙ্গে খোলাচুল, মেকআপ ও এক্সপ্রেশনে ফাতিমা এক কথায় লা জবাব।
ফাতিমার শাড়ি লুকের দিকে নজর রাখলে একটি বিষয় লক্ষণীয়, তা হল শাড়ি ও ব্লাউজে মুক্তোর ব্যবহার। এই যেমন ধরুন এই দুই শাড়িলুকে বরাবরের মতোই তাঁকে অপরূপা লাগছে। প্যাস্টেল শেডের সিক্যুইন শাড়ি সঙ্গে মুক্তো বসানো ব্লাউজ, মানানসই গয়না। অন্যদিকে কালো শাড়িতেও ফাতিমা নজর কেড়েছেন একইভাবে। সলিড কালো শাড়িতে মুক্তো দিয়ে সরু পাড়ের কাজ ও নজরকাড়া ব্লাউজ ও খোলাচুলে ফ্যাশনিস্তা ফাতিমার প্রশংসা না করে উপায় নেই। বলে রাখা ভালো, আপনিও যদি নিজেকে রঙিনভাবে সাজিয়ে তুলতে চান তাহলে ফলো করতে পারেন অনায়াসে অভিনেত্রীর ফ্যাশনিস্তা লুকগুলি।
