shono
Advertisement
Skin care tips

ব্যস্ত জীবনে ত্বকের যত্ন নেওয়ার সময় নেই? ৫ মিনিটেই বাড়ান জেল্লা, রইল বিশেষজ্ঞের টিপস

প্রতিদিন ত্বকের যত্ন না নিলেই কিন্তু বিপদ!
Published By: Monishankar ChoudhuryPosted: 02:57 PM Mar 13, 2025Updated: 09:40 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন সকালে তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে যান। ত্বকের যত্ন নেওয়া তো দূর, প্রাতঃরাশের সময়টুকুও থাকে না অনেক সময়। তখন মনকে সান্ত্বনা দিয়ে নিশ্চয়ই বোঝান দু'একদিন স্কিনকেয়ার রুটিন না মানলে ক্ষতি নেই। কিন্তু এই ভাবনাই ডেকে আনছে আপনার ত্বকের চরম ক্ষতি। মাত্র ৫ মিনিট খরচ করলেই সেই মুশকিল হবে আসান। কীভাবে ত্বককে ভালো রাখবেন, রইল বিশেষজ্ঞের টিপস।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ত্বকের জেল্লা বাড়ানোর টিপস দিয়েছেন ডার্মা আর্টস দিল্লির প্রতিষ্ঠাতা এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মিত্র আমিরি।

ত্বকের যত্নে বরফ
অফিসের কাজে হাতে বিন্দুমাত্র সময় নেই। একটি বরফের ছোট কিউব নিন। একটা নরম কাপড়ের মধ্যে টুকরোটি নিয়ে ৩০ সেকেন্ড ধরে আপনার মুখে ঘষতে থাকুন। এটি ফোলাভাব দূর করে এবং আপনাকে অনেক বেশি সতেজ দেখায়।

৬০ সেকেন্ডে উজ্জ্বল দেখাবে স্কিন
এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের দীপ্তি আরও বাড়াতে চাইলে এর মধ্যে অল্প পরিমাণ লিকুইড হাইলাইটার যোগ করে ভালো করে মিশিয়ে নিন। সেটি লাগিয়ে নিন ত্বকে। এর ফলে আপনার ত্বক থাকবে হাইড্রেটেড এবং রোদের তাপ থেকে সুরক্ষিত।

ফেসিয়াল মিস্ট তৈরি করুন
ক্রিম মেখে ত্বক শুষ্ক লাগলে ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। গোলাপ জল বা অ্যালোভেরার মিস্ট ত্বকের জন্য দারুণ কার্যকর। এই মিস্ট ব্যবহার করলে ত্বক আর্দ্রতা ফিরে পাবে এবং ত্বকের জৌলুসও ফিরে আসবে।

লিপবামের ব্যবহার
ঠোঁটের শুষ্কতা দূর করতে লিপবামের জুরি মেলা ভার। লিপবাম ঠোঁটকে ময়শ্চারাইজ করে এবং নরম রাখতেও সাহায্য করে। এছাড়াও আপনার ঠোঁটের পাশাপাশি চোখের পাতাতেও হালকা করে লাগিয়ে নিন একটুখানি লিপবাম।

শিট মাস্ক ব্যবহার করুন
আমরা ফোনে স্ক্রল করতে করতে অনেক সময় নষ্ট করে থাকি। সেই সময়ের মধ্যেই শিট মাস্ক আপনার ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করবে। তাই ৫ মিনিটের এই শিট মাস্ক ব্যবহার করুন আর প্রাণখুলে হাসতে থাকুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক টুকরো বরফের কিউব নিন। একটা নরম কাপড়ের মধ্যে বরফের টুকরোটা নিয়ে ৩০ সেকেন্ড ধরে আপনার মুখে ঘষতে থাকুন।
  • ক্রিম মেখে ত্বক শুষ্ক লাগলে ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। গোলাপ জল বা অ্যালোভেরার মিস্ট ত্বকের জন্য দারুণ কার্যকর।
  • শীট মাস্ক আপনার ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল এবং মসৃণও রাখে। তাই ৫ মিনিটের এই শীট মাস্ক ব্যবহার করুন আর প্রাণখুলে হাসতে থাকুন।
Advertisement