shono
Advertisement
Monami Ghosh

নিজের ওজন ৪২! ৪৫ কেজির দড়ির পোশাক পরে কোন বার্তা দিলেন 'বোল্ড' মনামী?

ফিল্মফেয়ার-এর রেড কার্পেটে তাক লাগালেন মনামী ঘোষ।
Published By: Sandipta BhanjaPosted: 07:30 PM Mar 19, 2025Updated: 08:27 PM Mar 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মফেয়ার বাংলার পয়লা দিনে প্লাস্টিকের বার্বি ফ্রক, মাছ-সহ কাচের অ্যাকোরিয়াম ব্যাগ নিয়ে রেড কার্পেটে বাজিমাত করেছিলেন 'ফ্যাশনিস্তা' মনামী ঘোষ (Monami Ghosh)। দ্বিতীয় দিনেও তার অন্যথা হল না! নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে ফিল্মফেয়ারে হাজির হলেন অভিনেত্রী। পরনে তাঁর দড়ির পোশাক। তাও আবার নিজের ওজনের তুলনায় বেশি ভারী পোশাক পরেছিলেন। কিন্তু নায়িকার হাঁটাচলা দেখে অস্বস্তি বোঝায় উপায় নেই! দিব্যি ৪৫ কেজির দড়ির পোশাক পরে সাবলীলভাবে রেড কার্পেটে শুধু হেঁটেই বেড়ালেন না, বরং নাচও করলেন মনামী।

Advertisement

মনামী বরাবরই ফ্যাশন সচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। কখনও নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, সাজপোশাকে তাক লাগাতে মনামী ঘোষের জুড়ি মেলা ভার! এবারও তাঁর ফ্যাশন স্টেটমেন্টে চমক। ৪৫ কেজি ওজনের দড়ির পোশাক পরে সকলকে তাক লাগিয়ে দিলেন 'পদাতিক' অভিনেত্রী। এমন অত্যাধুনিক পোশাকের ভাবনা কীভাবে এল? মনামী জানিয়েছেন, তাঁর এই দড়ির পোশাকের ডিজাইন করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে। তবে সেই ডিজাইন মাফিক ড্রেস তৈরি হলে তার ওজন হত, আরও বেশি। তাছাড়া এআইয়ের পক্ষে যেটা করা সম্ভব, সেটা মানুষের পক্ষে নয়। অভিনেত্রীর মন্তব্য, "আমি যতটা ওজন বহন করতে পারব, সেটা বুঝেই পোশাকটি তৈরি করা হয়েছে। আমার এই দড়ির স্কার্টের ওজন প্রায় ৪৫ কেজি। আর আমার ওজন ৪২ কেজি।"

এমন পোশাক পরে কোনও বিশেষ বার্তা দিতে চান? এপ্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, "আসলে আমার এই ড্রেসের নাম আমি দিয়েছি, 'বন্ড'। মানে আমার কাজের সঙ্গে আমার যে আত্মিক বন্ধন, সেটা বোঝাতেই এই দড়ির পোশাক। প্রথমে এটার ওজন ছিল ৮০ কেজি। তবে পরে সেটা কমিয়ে ৪৫-এ নামানো হয়।" প্রসঙ্গত গত ফিল্মফেয়ারের রেড কার্পেটে বাংলার কারুশিল্পকে তুলে ধরেছিলেন অভিনেত্রী। যে ফ্যাশন স্টেটমেন্ট দেখে ধন্য ধন্য করেছিলেন সকলে। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, সেটা মনামীর ভালোই জানা। তিনি যেমন শাড়িতে আদ্যোপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনই বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য। চলতি বছরের 'জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস'-এও তার অন্যথা হল না! নিজের স্টাইল স্টেটমেন্টে সকলের মন জয় করে নিলেন অভিনেত্রী। এমন সাহসী পোশাক নির্বাচনের জন্য চলতিবছর সেরা পুরস্কারও জিতে নিয়েছেন মনামী ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মনামী জানিয়েছেন, তাঁর এই দড়ির পোশাকের ডিজাইন করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে।
  • ৪৫ কেজির দড়ির পোশাক পরে সাবলীলভাবে রেড কার্পেটে শুধু হেঁটেই বেড়ালেন না, বরং নাচও করলেন মনামী।
  • মনামীর এই ড্রেসের নাম আমি দিয়েছি, 'বন্ড'।
Advertisement