shono
Advertisement

১০ মাসের সন্তানকে বিয়ার পান করালেন বাবা!

দেশ কি তবে সময়ের চেয়েও আগে ছুটছে? The post ১০ মাসের সন্তানকে বিয়ার পান করালেন বাবা! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Aug 05, 2016Updated: 03:41 PM Aug 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের বিখ্যাত ছবি ‘শরাবি’র কথা নিশ্চয়ই মনে আছে৷ মদের বোতলকে আঁকড়ে ধরেই ছোট থেকে বড় হয়েছিল ভিকি৷ বাবাও কিছু বলতেন না৷ এবার বাস্তবের মাটিতে সেই দৃশ্যই আরও প্রকটভাবে ফুটে উঠল৷ বারণ করা তো দূর-অস্ত, বাবা নিজে হাতেই বাচ্চাকে মদ পান করিয়ে দিলেন!

Advertisement

শিশুর বয়স জানলে চোখ কপালে উঠবে৷ মাত্র ১০ মাস৷ এক গাল হেসে এক বছরেরও কম বয়সি বাচ্চার মুখের দিকে বিয়ারের বোতল এগিয়ে দিচ্ছেন বাবা৷ আর পুরো ঘটনা ভিডিও করছেন মা৷ কেন? বিয়ার পান করে সন্তানের কাণ্ড দেখার জন্য হয়তো৷

চেন্নাইয়ের এক দম্পতি এই কাণ্ড করেছেন বলে জানা গিয়েছে৷ যদিও শিশুটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি৷ ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই ব্যক্তিটির সমালোচনা করে তাঁর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন৷ দুধের শিশুর কাছে বিয়ার যে কতটা ক্ষতিকর, তাও মনে করিয়ে দিয়েছেন দর্শকরা৷

ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নিজেকে বাচ্চাটির বাবা বলেই দাবি করেছেন৷ ১০ মাসের শিশুটি প্রথমে ছিপি বন্ধ বোতল নিয়ে খেলা করছিল৷ বাবাই ছিপি খুলে বিয়ারের বোতল তার মুখের দিকে এগিয়ে দিলেন৷ এমন কীর্তি করা দম্পতির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি৷ পুলিশ এই ‘গুণধর’ বাবা-মা’র বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নিয়েছে কি না, তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷

দেশ কি তবে সময়ের চেয়েও আগে ছুটছে?

The post ১০ মাসের সন্তানকে বিয়ার পান করালেন বাবা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement