সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে তাক লাগিয়ে ছিলেন কঙ্গনা রানাউত। এবার পালা ফতিমা সানা শেখের। ফতিমার ঝুলিতে খুব একটা ছবি না থাকলেও, আমির খানের সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জনে মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন ফতিমা। তবে এবার প্রেম নয়, বরং ‘স্যাম বাহাদুর’ ছবিতে ইন্দিরা গান্ধীর অবতারে রীতিমতো চমক দিলেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমে ফতিমা জানিয়েছেন, ”এরকমটা একটা চরিত্রে অভিনয় করতে পারব, তা স্বপ্নেও ভাবিনি। নিজের লুক থেকে শুরু করে অভিনয়ের স্টাইল বদলাতে হয়েছে। যা কিনা চ্যালেঞ্জিং ছিল। তবে হ্যাঁ , এটা বলতে পারি। কঙ্গনার ”এমার্জেন্সি” ছবির ইন্দিরা গান্ধী লুক আমাকে মুগ্ধ করেছে।”
[আরও পড়ুন: প্রসেনজিতের পরিচালনায় নটী বিনোদিনী কঙ্গনা! জল্পনা তুঙ্গে ]
দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন ‘স্যাম বাহাদুর’৷ ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই৷ এরকমই এক যুদ্ধক্ষেত্রে মারাত্মক জখম হয়েছেন স্যাম৷ শরীরে বিঁধে আছে সাত সাতটা বুলেট৷ চিকিৎসক অস্ত্রোপচারের সময় জানতে চাইলেন, হয়েছে কী? স্যাম বাহাদুরের নিরুত্তাপ জবাব, ‘ও কিছু নয়, একটা বাঁদরে লাথি মেরেছে এই যা৷’ এমন মানুষের বলার ভঙ্গি বেশ ভালভাবেই আয়ত্ত্ব করেছেন ভিকি। পালটে ফেলেছেন বাচনভঙ্গি।
প্রসঙ্গত, বলিউডে ভিকির অভিনয় সফর ‘লাভ শাভ তে চিকেন খুরানা’র মাধ্যমে শুরু হলেও তাঁর পায়ের তলার জমি শক্ত হয়েছিল মেঘনার ‘রাজি’ সিনেমার মাধ্যমে। ছবিতে আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেতা। এবারও বেশ স্যাম বাহাদুরের চরিত্রে তাঁকে বেশ মানিয়েছে।