shono
Advertisement

মদ খেয়ে পার্টিতে ঝামেলা বলিউডি হিরোর!

এত বেশি জোরে জোরে কথা বলছিলেন তিনি যে পার্টি হলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শোনা যাচ্ছিল তাঁর কণ্ঠস্বর। The post মদ খেয়ে পার্টিতে ঝামেলা বলিউডি হিরোর! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Jul 31, 2016Updated: 03:18 PM Jul 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত দিন সবাই তাঁকে চিনতেন খুব ভদ্র মানুষ হিসেবে। কী স্টাইল স্টেটমেন্ট, কী ব্যক্তিগত জীবন- ফওয়াদ খান মানেই ছিল নিখুঁত ভদ্রতার সংজ্ঞা।
দেখতে দেখতে সেটা বদলে গেল সবার চোখের সামনেই! পেটে কয়েক পাত্র মদ যাওয়ার পরেই অন্য মূর্তি ধরলেন বিখ্যাত এই বলিউডের নায়ক। মণীশ মালহোত্রার পার্টিতে।
হয়েছে কী, সম্প্রতি দিল্লিতে চলা ইন্ডিয়া ক্যুচর উইক-এ মণীশ মালহোত্রার পোশাকে ব়্যাম্প মাতালেন ফওয়াদ খান। সবাই মুগ্ধ হলেন মণীশের পোশাকে ফওয়াদের দৃপ্ত পদচারণা দেখে। ইভেন্টের পর সেই সাফল্যে রাখা হয়েছিল এক পার্টি।
ঝামেলা বাধল সেই পার্টিতেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পার্টির প্রথম দিকে না কি ঠিকঠাকই ছিলেন ফওয়াদ। কথা বলছিলেন সবার সঙ্গে, সোশ্যালাইজ করছিলেন। গ্রহণ করছিলেন সবার শুভেচ্ছা। আর, তার মাঝেই চলছিল বেহিসেবি মদ খাওয়া!
একটু পরেই ধীরে ধীরে চড়তে শুরু করে ফওয়াদের গলার আওয়াজ। প্রথমটায় কেউই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাননি। পেটে একটু মদ পড়লে অনেকেই জোরে জোরে কথা বলেন। ওটা তাই ধর্তব্যের মধ্যেই পড়ে না।
কিন্তু, ফওয়াদ মাত্রা ছাড়ালেন। এত বেশি জোরে জোরে কথা বলছিলেন তিনি যে পার্টি হলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শোনা যাচ্ছিল তাঁর কণ্ঠস্বর। এই ব্যাপারটায় লোকজন যখন তাঁকে সতর্ক করে দেন, তখনই ঘটে বিপদ!
ফওয়াদ কারও কথায় কান তো দেননিই, বরং আরও জোরে জোরে চিৎকার করতে থাকেন। তাঁকে থামতে বলা হলে চিৎকার আরও বেড়ে যায়! কোনও ভাবেই তাঁকে আটকে রাখা যাচ্ছিল না।
স্বাভাবিক ভাবেই সবাই খুব অবাক হয়েছেন ফওয়াদের এই রূপ দেখে! এর আগেও অনেক পার্টিতে সবাই তাঁকে দেখেছেন মদ খেতে। কিন্তু, কোথাওই ফওয়াদ এরকম ঝামেলা করেননি!
ঘটনাটা জানাজানি হতেই তাই গুঞ্জন উঠেছে বলিউডের অন্দরমহলে। ফওয়াদ কিন্তু একেবারে চুপ! তিনি ঘটনাটায় কোনও প্রতিক্রিয়া জানাননি।
এখনও কি হ্যাংওভার কাটেনি তাঁর?

Advertisement

The post মদ খেয়ে পার্টিতে ঝামেলা বলিউডি হিরোর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement