স্টাফ রিপোর্টার: সাইবার ও ব্যাংক জালিয়াতি থেকে শহরবাসীকে রেহাই দিতে এবার টিভি চ্যানেলের আদলেই আলোচনা সভার আয়োজন করছে লালবাজার (Lalbazar)। লালবাজারের গোয়েন্দা কর্তা ও আধিকারিকদের এই ‘প্যানেল ডিসকাশন’-এর শুরুতেই থাকছে জামতাড়া জালিয়াতি। এরপর আরও কয়েকটি বিষয় নিয়ে হবে এই আলোচনা।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন ধরনের সাইবার ও ব্যাংক জালিয়াতির ফাঁদ পেতে রেখেছে জালিয়াতরা। দেখা গিয়েছে, জালিয়াতদের মধ্যে মূলত রয়েছে ঝাড়খণ্ডের জামতাড়া, রাজস্থানের ভরতপুর ও নাইজেরীয়রা। কখনও বা ফোন করে চেয়ে নেওয়া হচ্ছে ব্যাংকের তথ্য। আবার কখনও বা সুকৌশলে মেল পাঠিয়ে অথবা হোয়াটসঅ্যাপে (WhatsApp) মেসেজ বা লিঙ্ক পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এ ছাড়াও রয়েছে সেক্সটরশন চক্র, যারা অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে থাকে। লালবাজারের গোয়েন্দারা তদন্তে ভাড়া বা ‘মিউল অ্যাকাউন্ট’-এর মালিকদের সন্ধান পেয়ে তাদের গ্রেপ্তার করেন। অনেক সময়ই আড়ালে থেকে ফের শুরু করে জালিয়াতি।
[আরও পড়ুন: WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা, মেধাতালিকায় ঠাঁই পেল না কলকাতার কোনও পড়ুয়া]
এর আগে সাইবার ও ব্যাংক জালিয়াতি ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রচার চালিয়েছে লালবাজার। বিভিন্ন স্কুল-কলেজ ও আবাসনে ছাত্রছাত্রী এবং প্রবীণদের মধ্যে পুলিশ প্রচার চালিয়েছে। কিন্তু এরপরও জালিয়াতদের কবলে পড়ে প্রায় সর্বস্ব হারাচ্ছেন বহু শহরবাসী। সেই কারণেই আনকোরা নতুন এক পরিকল্পনা করেছেন পুলিশকর্তারা। বিভিন্ন ধরনের সাইবার ও ব্যাংক জালিয়াতি কীভাবে হচ্ছে ও কী কী উপায়ে তা রোধ করা যায়, তা সাধারণ মানুষকে জানাতে লালবাজারের কর্তারা বসাচ্ছেন আলোচনাসভা।
[আরও পড়ুন: ‘শচীনের সেরা ফ্যান’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে খুশির জোয়ার]
টিভিতে যেমন ‘প্যানেল ডিসকাশন’-এর অনুষ্ঠান, হয়, একেবারে সেই আদলেই। সঞ্চালক হবেন কলকাতা পুলিশের এক কর্তা। আলোচনায় থাকবেন চার বা পাঁচজন পুলিশ আধিকারিক। সঞ্চালক তাঁদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের রাস্তা জানবেন। আগামী সপ্তাহ থেকেই ফেসবুক লাইভে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। প্রথম ‘প্যানেল ডিসকাশন’-এ জামতাড়ার জালিয়াতরা যে পদ্ধতিগুলির সাহায্যে জালিয়াতি করছে, তা বোঝানো ও তা এড়িয়ে চলার পরামর্শ থাকবে।